স্পোক ছাড়া টায়ার, প্যাডেলেও নেই! হাবলেস সাইকেল দেখে অবাক মোদি
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Helix Bicycle Prototype- ১৭ জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এক্সপোর উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কলকাতা: চমকে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাইকেলের চাকায় কোনও স্পোক নেই। নাম-গন্ধ নেই প্যাডেলের। কিন্তু ভাল স্পিডে চলছে। এ আবার কেমন সাইকেল! স্টলের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। বিশদে খোঁজখবর নেন। সেই ছবিই এখন ভাইরাল।
১৭ জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এক্সপোর উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই নজর পড়ে অন্ধ্র প্রদেশের স্টার্টআপ সংস্থা ‘হেলেন বাইকস’-এর স্টলের এই ‘অদ্ভুত’ সাইকেলের দিকে।
স্টার্টআপ কোম্পানির দাবি, এটাই বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক হাবলেস সাইকেল। চাকায় কোনও স্পোক নেই। চালানোর জন্য প্যাডেলের প্রয়োজন হয় না। সাইকেলে ইলেকট্রিক মোটর লাগানো রয়েছে। সেটাই চাকা এবং ফ্রেমকে এক সুতোয় বেঁধে এগিয়ে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- ফোনে তাড়াতাড়ি নেট শেষ হয়ে যায়? ডেটা বাঁচানোর সহজ টিপস শিখে নিন
সাইকেলের নাম দেওয়া হয়েছে ‘Helex’। তবে এখনও বাজারে আসেনি। এক্সপো-তে সাইকেলের প্রোটোটাইপ মডেল লঞ্চ করা হয়। সেটাই নজরে পড়ে প্রধানমন্ত্রীর। তিনি অবাক হয়ে যান। হেলেন বাইক-এর স্টলে গিয়ে হাবলেস সাইকেল খুঁটিয়ে দেখেন।
Helex-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। দেখা যাচ্ছে, খুব কাছ থেকে সাইকেলটি দেখছেন প্রধানমন্ত্রী। জেনে নিচ্ছেন এর খুঁটিনাটি। কেন স্পোক নেই, প্যাডেল না থাকলেও চাকা এগোয় কী করে, এসব জানতেও চান তিনি।
advertisement
জানা গিয়েছে, এই ইলেকট্রিক সাইকেলে হাইব্রিড প্যাডেল মোটর, রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, নেভিগেশন অ্যাসিস্ট্যান্স, ডুয়াল সাসপেনশন, থ্রি-লেভেল অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই সব অত্যাধুনিক ফিচারের কারণে এই সাইকেল নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও।
আরও পড়ুন- কালো রঙের নম্বর প্লেট থাকে কোন গাড়িতে বলুন তো? জানা থাকলে আপনি জিনিয়াস
সাইকেলে 1.2 kWh-এর মোটর রয়েছে। ৩ ঘণ্টায় ফুল চার্জ করা যায়। একবার ফুল চার্জ দিলে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি। কনসেপ্ট ভার্সনের এই সাইকেলের মোট ওজন ৬০ থেকে ৭০ কিলোগ্রাম।
advertisement
প্রসঙ্গত, ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে এবছর যেন অভিনব সব যানবাহনের মেলা বসেছে। প্রথম দুই দিনে লঞ্চ হয়েছে ৯০-এর বেশি গাড়ি, বাইক এবং বাণিজ্যিক যান। এর মধ্যে বেশিরভাগই ইলেকট্রিক ভেহিক্যাল। তবে সবার নজর কেড়েছে হেলেন বাইকস-এর হেলেক্স।
সাইকেলটি এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। প্রোডাকশন রেডি মডেলে পৌঁছতে কিছুটা সময় লাগবে। তাই বাজারে কবে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে হাবলেস বাইসাইকেল বাজারে চলে এলে যে এটা দৈনন্দিন যাতায়াতেরভাল মাধ্যম হতে পারে তা বলাই বাহুল্য।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 26, 2025 6:05 PM IST