Google Turns 25: সার্চ ইঞ্জিন থেকে AI জেমিনি; পঁচিশ বছরে Google পেরোল কতটা পথ, দেখে নিন এক নজরে

Last Updated:

Google Turns 25: Voice Search সব থেকে বেশি জনপ্রিয় ভারতে। দৈনিক Voice Search-এর গড় সারা বিশ্বের তুলনায় প্রায় দ্বিগুণ এই দেশে।

Google পেরোল কতটা পথ?
Google পেরোল কতটা পথ?
কলকাতা: টেক-জায়ান্ট Google পূর্ণ করল ২৫ বছর। বুধবার, ২৭ সেপ্টেম্বর, এই সংস্থার জন্মদিন। তাই একটি নতুন ডুডল প্রকাশ করা হয়েছে। এতে ফুটে উঠেছে Google-এর পরিবর্তিত লোগোর ইতিহাস।
Google বলেছে, ‘পঁচিশ বছর আগে, আমরা আপনাকে ছোট এবং বড় প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করার জন্য Google Search চালু করেছি। তখন থেকে, কোটি কোটি মানুষ আমাদের পণ্যের দিকে ঝুঁকেছেন ঠিক সেই কারণে— তাঁদের কৌতূহল নিবৃত্তি।’
advertisement
advertisement
২৫ বছরের পেরোনো পথ—
গত ২৫ বছর ধরে, Google অনেকখানি বদলেছে। সার্চ ইঞ্জিনের বাইরেও একের পর এক অজস্র পণ্য তারা যুক্ত করেছে। ২০০১ সালে Google Images এসেছিল, শুরু হয়েছিল ছবির খোঁজ। ওই একই বছরে চালু হয়েছিল ‘ডিড ইউ মিন’ ফিচার। কেউ ভুল বানান লিখে সার্চ করলেও Google বের করে দিতে শুরু করে সঠিক তথ্য।
advertisement
২০০৬ সালে, চালু হয় Google Translate ফিচার। এর ফলে দ্রুত একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা যায়। প্রাথমিক ভাবে, এই ফিচারটি আরবি এবং ইংরেজির মধ্যেই অনুবাদ করত। এখন একশোটিরও বেশি ভাষায় কাজ এটি।
advertisement
২০০৮ সালে, Google-এর মোবাইল অ্যাপ চালু হয় iPhone-এ। Autocomplete, My location-এর মতো ফিচারের পাশাপাশি আসে Google Voice। এর ফলে শুধু টাইপ করে নয়, মুখে বলেও Google Search করার সুযোগ মিলে যায়। Google জানিয়েছে, Voice Search সব থেকে বেশি জনপ্রিয় ভারতে। দৈনিক Voice Search-এর গড় সারা বিশ্বের তুলনায় প্রায় দ্বিগুণ এই দেশে।
advertisement
২০১৭ সালে, Google মেশিন লার্নিং ব্যবহার করে চালু করে Google Lens। এখন প্রতি মাসে ১২ বিলিয়নের বেশি ভিজ্যুয়াল সার্চ করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
Google এনেছে Hum এর মতো ফিচার। ২০২০ সালে চালু হওয়া এই ফিচার তাঁদের জন্য যাঁরা মাঝে মাঝেই গানের কথা ভুলে যান। সুরটুকু গুনগুন করে দিলে মেশিন লার্নিং ব্যবহার করে সেই গান খুঁজে এনে দেয় Google।
advertisement
এই পর্বে ২০২৩ সালটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই বছরই কৃত্রিম মেধা ভিত্তিক Google Bard লঞ্চ হয়েছে। থাকছে PaLM 2-এর মতো LLM। এর পর আসছে Gemini।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Turns 25: সার্চ ইঞ্জিন থেকে AI জেমিনি; পঁচিশ বছরে Google পেরোল কতটা পথ, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement