Google Podcast: এই অ্যাপটি বন্ধ করতে চলেছে গুগল! কী হবে আপনার ডেটার? জানুন

Last Updated:

গুগল পডকাস্ট অ্যাপ কোম্পানির সর্বশেষ প্রোডাক্ট যা এপ্রিলের শুরু থেকে সমস্ত ব্যবহারকারীদের জন্য বন্ধ হতে চলেছে।

গুগল পডকাস্ট অ্যাপ কোম্পানির সর্বশেষ প্রোডাক্ট যা এপ্রিলের শুরু থেকে সমস্ত ব্যবহারকারীদের জন্য বন্ধ হতে চলেছে। পডকাস্ট বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে জনপ্রিয়। তাই গুগল মনে করছে এটির জন্য এখন আর আলাদা ভাবে বিজনেস চালানোর দরকার নেই। এর জন্য আগামী ২ এপ্রিল থেকে গুগল পডকাস্ট অ্যাপটি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপাতত বিদায় নিচ্ছে গুগল পডকাস্ট অ্যাপ।
তবে জানিয়ে রাখা ভাল যে, কোম্পানি সম্পূর্ণরূপে পডকাস্ট সেগমেন্ট বন্ধ করে দিচ্ছে না, প্রকৃতপক্ষে, ইউটিউব মিউজিক পডকাস্টের জন্য একটি গো-টু প্ল্যাটফর্ম হবে কারণ কোম্পানি দুটির অ্যাপের পরিবর্তে একটি অ্যাপে সমস্ত বিনিয়োগ করতে চায়। গুগল গত বছরের সেপ্টেম্বরে অ্যাপটি বন্ধ করার বিষয়ে জানিয়েছিল, অর্থাৎ গুগল ব্যবহারকারীদের অ্যাপ সুইচ করার জন্য পর্যাপ্ত সময় দিয়েছে।
advertisement
গুগল মূলত আগামী ২ এপ্রিল থেকে পডকাস্ট অ্যাক্সেস করতে চাইলে ইউটিউব মিউজিক পরিষেবার জন্য অর্থ প্রদান করার পরামর্শ দিয়েছে। গুগল শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে এবং সার্ভিস স্যুইচিং অফার করছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পডকাস্ট অ্যাপ ব্যবহারীদের জন্য গুগল কী অফার করবে।
advertisement
advertisement
গুগল জানিয়েছে যে, ব্যবহারকারীদের সমস্ত বিদ্যমান পডকাস্ট YouTube Music অ্যাপে তাঁরা স্থানান্তর করতে পারেন অথবা সম্পূর্ণ ভাবে অন্য একটি পডকাস্ট অ্যাপ বেছে নিতে পারেন, যার জন্য অ্যাপ ইম্পোর্ট করতে হবে এবং তারপর একটি ওপিএমএল ফাইল ইম্পোর্ট করে বর্তমান কাজ চালাতে হবে।
advertisement
গুগল পডকাস্ট অন্য অ্যাপে ট্রান্সফার: এটি কীভাবে কাজ করবে?
– এর জন্য প্রথমে গুগল পডকাস্ট অ্যাপে যেতে হবে
– এক্সপোর্ট সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করতে হবে
– এক্সপোর্ট টু ইউটিউব মিউজিকের অধীনে এক্সপোর্ট অপশনে ট্যাপ করতে হবে
– YouTube Music অ্যাপে ট্রান্সফার অপশন বেছে নিতে হবে
এবারে সাবস্ক্রিপশন ট্রান্সফার দেখতে লাইব্রেরিতে খোঁজ নিতে হবে
advertisement
পডকাস্ট অ্যাপটি এই সপ্তাহে বন্ধ হয়ে যাচ্ছে তবে ব্যবহারকারীদের কাছে এই বছরের জুলাই পর্যন্ত তাঁদের ডেটা অন্য অ্যাপে স্যুইচ করার সুবিধে দিয়েছে গুগল।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Podcast: এই অ্যাপটি বন্ধ করতে চলেছে গুগল! কী হবে আপনার ডেটার? জানুন
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement