Google Pixel 8: Google আনছে মিড-রেঞ্জ Pixel! দেখে নিন কেমন হতে পারে সেই ফোন
- Published by:Suvam Mukherjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Google Pixel 8: কেমন হতে পারে সেই ফোন, তা নিয়েও নানা রকম কানাঘুষো শুরু হয়ে গিয়েছে
নিউ দিল্লি: এক সপ্তাহও পেরোয়নি, Google নিয়ে এসেছে Pixel 8 সিরিজের আবরণ। এই সিরিজে রয়েছে Pixel 8 এবং Pixel 8 Pro। আর এরই মধ্যে আবার জোরদার হয়ে উঠেছে নতুন ফোন নিয়ে আলোচনা। মনে করা হচ্ছে, ২০২৪ সালে Google আনবে সিরিজের মিড রেঞ্জ Pixel ডিভাইস Pixel 8a। কেমন হতে পারে সেই ফোন, তা নিয়েও নানা রকম কানাঘুষো শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি Smartprix এবং OnLeaks দেখিয়েছে কেমন হতে পারে Pixel 8a। সেখানে দেখা গিয়েছে ওই ফোনটিও হতে পারে Pixel 8 সিরিজের মডেল বা তার আগে Pixel 7 সিরিজের মতো। তবে যে পরিবর্তনটি চোখে পড়ছে তা হল আগের চেয়ে বেশি বাঁকানো চেহারা। বিশেষত কোণার দিকে। তবে এই পরিবর্তন Pixel 8 মডেলেই এসে গিয়েছে।
advertisement
advertisement
দাবি করা হয়েছে, Pixel 7a-র থেকে সামান্য ছোট হতে পারে Pixel 8a। কতটা ছোট হতে পারে, তার ধারণাও দেওয়া হয়েছে। বলা হয়েছে Pixel 8a হতে ১৫২.১ x ৭২.৬ x ৮.৯ মিলিমিটার আকারের। Pixel 7a-এর আকার ছিল ১৫২.৪ x ৭২.৯ x ৯.০ মিলিমিটার। তাছাড়া, নতুন ফোনটির সামনের দিকে সেলফি ক্যামেরার জন্য একটি কাটআউট সহ একটি ৬.১ ইঞ্চি প্যানেল ফিচার থাকতে পারে, বলে দাবি করা হয়েছে। পিছনে ডুয়াল-ক্যামেরা অ্যারে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
Pixel 8a-তে থাকতে পারে একেবারে নতুন তৃতীয় প্রজন্মের Google SoC-Tensor G3। দাবি করা হয়েছে, এটি একই চিপের একটি আন্ডারক্লকড সংস্করণ হতে পারে। এতে থাকতে পারে ৮ জিবি RAM। নতুন Android 14-এ চালিত হতে পারে Pixel 8a।
advertisement
তবে এসব কিছুই অনুমান। Google এখনও কোনও ইঙ্গিত দেয়নি। ফলে তারা কখন Pixel 8a প্রকাশ করতে পারে সেই বিষয়েও প্রায় কোনও ধারণা নেই। গত বছর, মে মাসে Pixel 7a লঞ্চ করেছিল Google। ফলে মনে করা যেতে পারে, আগামী বছরের মাঝামাঝি নাগাদই Pixel 8a-এর দেখা মিলতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 5:39 PM IST