Google Pay | NFC Payments: এবার গুগল পে-তে Tap to pay, করা যাবে NFC পেমেন্ট

Last Updated:

Google Pay | NFC Payments: তবে এর জন্য ফোনে এনএফসি (NFC) ফিচার থাকা আবশ্যক।

#নয়াদিল্লি: গুগল পে (Google Pay ) ভারতে চালু করেছে কন্ট্যাাক্ট লেস UPI ফিচার। এর ফলে ইউপিআই পেমেন্ট করে এনএফসি (Near Field Communication)-এর মাধ্যমে ইউজাররা পেমেন্ট করতে পারবেন। এই নতুন ফিচার চালু হলে ইউজাররা পয়েন্ট অফ সার্ভিস (POS)-এ শুধুমাত্র ফোন ট্যা প করেই পেমেন্ট করতে পারবেন। তবে এর জন্য ফোনে এনএফসি (NFC) ফিচার থাকা আবশ্যক।
গুগল পে এন‌এফসি ফিচারের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে সবার আগে দোকানদারকে তাঁর POS-এর মেশিনে অ্যামাউন্ট নির্ধারণ করতে হবে। এরপর শুধু ফোনটি মেশিনে ট্যাপ করার অপেক্ষা। এ বার গুগল পে পিন লিখে পেমেন্ট অথরাইজেশন করতে হবে। আপাতত ইউজারদের পেমেন্ট করার জন্য UPI-এর ID বা ফোন নম্বর অথবা QR Code স্ক্যাএন করে পেমেন্ট করতে হয়। UPI পেমেন্টের ক্ষেত্রে NFC ফিচার চলে এলে গুগল পে দিয়ে পেমেন্ট আগের চেয়ে অনেক দ্রুত হতে পারবে। এর মাধ্যমে UPI পেমেন্ট করতে গুগল পে প্রোটেক্ট সার্টিফাইড NFC ফিচারযুক্ত স্মার্টফোন প্রয়োজন। এ ছাড়া রুটেড ডিভাইস ও গুগল দ্বারা অ্যাপ্রুভড নয়, এমন কোনও ফোনে এই ফিচার কাজ করবে না। এক‌ই ভাবে আনলক বুটলোডার মোবাইলেও এই ফিচার কার্যকর নয়। এই NFC যুক্ত UPI পেমেন্ট ফিচার শুধুমাত্র Pine Lab Terminals-এ কাজ করবে। এই পাইন ল্যা ব টার্মিনালস দেশের কিছু সুপার মার্কেট, ফিউল স্টেশন, রেস্টুরেন্ট ও অন্যাান্য আউটলেটে কার্যকর হবে।
advertisement
advertisement
নিজের ফোনে এনএফসি রয়েছে কিনা তা বোঝার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেটিংস।
স্টেপ ২ - সেখানে গিয়ে NFC লিখে সার্চ করতে হবে।
advertisement
স্টেপ ৩ - এরপর সেখানেই দেখা যাবে নিজেদের ফোনে এনএফসি রয়েছে কিনা।
স্টেপ ৪ - এরপর এনএফসিতে গিয়ে অন করতে হবে টুল বাটন।
স্টেপ ৫ - এরপর যদি এনএফসি মেনু খুঁজে পাওয়া যায়, তাহলে সেই ফোন থেকে করা যাবে এনএফসি পেমেন্ট।
গুগল পে এর মাধ্যমে ট্যাপ টু পে (Tap to pay) করার উপায় -
advertisement
স্টেপ ১ - নিজেদের ফোন আনলক করতে হবে।
স্টেপ ২ - এরপর নিজেদের ফোনের Pine Lab Terminals ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এরপর নিজে থেকেই খুলে যাবে গুগল পে।
স্টেপ ৪ - এরপর পেমেন্ট হয়ে গেলে নোটিফিকেশন পাঠানো হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Pay | NFC Payments: এবার গুগল পে-তে Tap to pay, করা যাবে NFC পেমেন্ট
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement