Russia Ukraine War: ইউক্রেন জুড়ে Google জারি করেছে এয়ার রেড অ্যালার্ট, পরিস্থিতি আতঙ্কের!

Last Updated:

Russia Ukraine War: ইউক্রেনের বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার জন্য গুগলের তরফে এই সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

#নয়াদিল্লি: রাশিয়ার (Russia) আক্রমনের ফলে ইউক্রেনের (Ukraine) অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা। এর মধ্যেই সার্চ জায়ান্ট কোম্পানি গুগল (Google) ইউক্রেন জুড়ে জারি করেছে এয়ার রেড অ্যালার্ট সিস্টেম (Air Raid Alert System)। গুগলের তরফে ইউক্রেন জুড়ে অ্যান্ড্রয়েড (Android) ফোনে পাঠানো হচ্ছে এয়ার রেড অ্যালার্ট। ইউক্রেন জুড়ে অ্যান্ড্রয়েড ফোনে গুগলের পক্ষ থেকে পাঠানো হচ্ছে সতর্কবার্তা। যে কোনও মুহূর্তে রাশিয়ার তরফে চালানো হতে পারে এয়ার স্ট্রাইক (Air Strike)। এই বিষয়ে ইউক্রেনের বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার জন্য গুগলের তরফে এই সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
গুগলের তরফে একটি ব্লগ পোস্ট করে জানানো হয়েছে যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য পুরো ইউক্রেন জুড়ে সংস্থা চালু করেছে এয়ার রেড অ্যালার্ট সিস্টেম। ইউক্রেনের সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো হবে এই বিশেষ সতর্কবার্তা। ইউক্রেনের লক্ষ লক্ষ বাসিন্দাদের সুরক্ষার জন্য চালু করা হয়েছে এই এয়ার রেড অ্যালার্ট সিস্টেম। এছাড়াও গুগলের তরফে জানানো হয়েছে যে ইউক্রেনের সরকারকে সাহায্য করার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ইউক্রেনিয়ান অ্যালার্ম অ্যাপ। রাশিয়ার এয়ার স্ট্রাইক থেকে ইউক্রেনের বাসিন্দাদের বাঁচানোর জন্য চালু করা হয়েছে এই এয়ার রেড অ্যালার্ট সিস্টেম।
advertisement
গুগল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে একটি পোস্ট করে জানিয়েছে যে, ইউক্রেনে গুগলের তরফে চালু করা হয়েছে এই এয়ার রেড অ্যালার্ট সিস্টেম। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের ফলে গুগলের তরফে তাদের উপরে চাপানো হয়েছে বিভিন্ন ধরনের নিষেধ। গুগলের প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার বিভিন্ন ধরনের অ্যাপ। রাশিয়ার টাকায় যে সকল অ্যাপ চলে সেগুলোর সবক'টি সরিয়ে দেওয়া হয়েছে গুগলের প্লে স্টোর থেকে। একই সঙ্গে গুগলের ইউটিউব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার বিভিন্ন ধরনের চ্যানেল। রাশিয়ার স্টেট মিডিয়া চ্যানেল সরিয়ে দেওয়া হয়েছে গুগল প্লে স্টোর থেকে। আগের সপ্তাহেই গুগলের তরফে তাদের বিভিন্ন ধরনের পেমেন্ট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে রাশিয়ায়।
advertisement
advertisement
ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের জন্য কড়া ভাষায় তাদের নিন্দা করেছে গুগল। এর জন্য গুগলের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। এবার ইউক্রেনের বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার জন্য তারা ইউক্রেনে চালু করল এয়ার রেড অ্যালার্ট সিস্টেম।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Russia Ukraine War: ইউক্রেন জুড়ে Google জারি করেছে এয়ার রেড অ্যালার্ট, পরিস্থিতি আতঙ্কের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement