Google IO Announced Android 13: অপেক্ষার অবসান, গুগল শীঘ্রই নিয়ে আসতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩

Last Updated:

Google IO Announced Android 13: খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। জানুন

#নয়াদিল্লি: গুগলের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ১১ এবং ১৩ মে। এটিকে বলা যেতে পারে গুগলের বার্ষিক ডেভলপার কনফারেন্স। মনে করা হচ্ছে ওই সম্মেলনেই ঘোষণা করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) লঞ্চের দিন। গত বছর গুগলের বার্ষিক ডেভলপার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল অনলাইনে। কিন্তু এ বার গুগলের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে (Shorlina Amphitheatre)। সেখানেই ঘোষণা করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ সম্পর্কে।
অ্যালফাবেটের (Alphabet) CEO সুন্দর পিচাই (Sundar Pichai) ট্যুইট করে জানিয়েছে যে, এই বছর ফিরতে চলেছে গুগলের বার্ষিক ডেভলপার কনফারেন্স অনুষ্ঠান। শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে মে মাসের ১১ এবং ১৩ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। এর নাম দেওয়া হয়েছে #GoogleIO। অ্যালফাবেটের CEO সুন্দর পিচাই জানিয়েছেন যে আসন্ন কনফারেন্সে জোর দেওয়া হবে অ্যান্ড্রয়েড ১৩-র উপরেই। গুগলের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারবেন সাধারণ মানুষও। তবে তাঁদের সংখ্যা সীমিত। গুগলের মুখপাত্র জানিয়েছেন যে, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে ভার্চুয়ালি যোগ দিতে পারবে এই অনুষ্ঠানে। GoogleIO ২০২২ এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। গুগলের তরফে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ রেজিস্ট্রেশন শুরু হবে।
advertisement
GoogleIO ২০২২ এ কী কী ঘোষণা হতে পারে?
গুগলের বার্ষিক ডেভলপার কনফারেন্স অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৩ এর উপরে জোর দেওয়া হতে পারে। একই সঙ্গে নিয়ে আসা হতে পারে অ্যান্ড্রয়েড ১২-এর নতুন সংস্করণ। মনে করা হচ্ছে, চলতি বছর অক্টোবরের মধ্যেই বাজারে চলে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৩। গত বছরে গুগলের বার্ষিক ডেভলপার কনফারেন্স অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল অ্যান্ড্রয়েড ১২ (Androod 12), মেটিরিয়াল ইউ (Material You), ওয়ার ওএস ৩ (Wear OS 3), গুগল ওয়ার্কস্পেস (Google Workspace) এবং গুগল স্টারলাইন (Google Starline)।
advertisement
advertisement
এই গুগল স্টারলাইনের মাধ্যমে ব্যবহার করা যায় 3D অবতার। বিভিন্ন ধরনের ভিডিও কলের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে 3D অবতার। হাইপার রিয়েলিস্টিক 3D অবতারের জন্য নিয়ে আসা হয়েছে গুগল স্টারলাইন। এই বছরের গুগলের বার্ষিক ডেভলপার কনফারেন্স অনুষ্ঠানে বেশি করে জোর দেওয়া হবে অ্যান্ড্রয়েড ১৩ এর উপরে। সুতরাং খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google IO Announced Android 13: অপেক্ষার অবসান, গুগল শীঘ্রই নিয়ে আসতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement