Android Phone: ফোনকেই ব্যবহার করা যাবে পিসি-র মতো, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সোনা ফলাচ্ছে গুগল

Last Updated:

Android Phone: স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ভার্সান এবার পিসি মোডে ব্যবহার করা যাবে। পরবর্তী অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে কিছু কোড স্ট্রিং করার পরামর্শ দেওয়া হয়েছে একাধিক প্রতিবেদনে।

ফোনকেই ব্যবহার করা যাবে পিসি-র মতো, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সোনা ফলাচ্ছে গুগল
ফোনকেই ব্যবহার করা যাবে পিসি-র মতো, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সোনা ফলাচ্ছে গুগল
বড় স্ক্রিনে ফোন কানেক্ট করার স্বপ্ন বহুদিন ধরে দেখে আসছেন অ্যান্ড্রয়েড ইউজাররা। পুরোদস্তুর পিসি-র মতো। এই নিয়ে কাজ চলছে। কিন্তু এতদিন স্যামসাং-এর DeX মোড ছাড়া উন্নতি বলতে আর কিছু দেখা যায়নি।
অবশেষে অপেক্ষার প্রহর ফুরোল। এবার আশায় বুক বাঁধতে পারেন অ্যান্ড্রয়েড ইউজাররা। আসলে কিছু অ্যান্ড্রয়েড ফোনে এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট করে। কিন্তু সেই সফটওয়্যারের মাধ্যমে ফোনকে পিসিতে রূপান্তর করা যায় না। একমাত্র স্যামসাং-এই এই সুবিধা রয়েছে। এবার গুগল ইউজারদের জন্য সেই সুবিধা আনতে চলেছে।
স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ভার্সান এবার পিসি মোডে ব্যবহার করা যাবে। পরবর্তী অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে কিছু কোড স্ট্রিং করার পরামর্শ দেওয়া হয়েছে একাধিক প্রতিবেদনে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ১৪ ইউজারদের জন্য বড় আপগ্রেডের প্রস্তুতি নিচ্ছে। আর মাত্র এক মাস। মে-তেই Google I/O 2024 কি-নোট আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৪ বিটাতে অ্যান্ড্রয়েডের ডেস্কটপ মোডের লেটেস্ট ভার্সনে ইউজাররা অ্যাপগুলিকে বড় স্ক্রিনের চারপাশে সরাতে তো পারেনই, পাশাপাশি তাঁরা একসঙ্গে কতগুলি অ্যাপ ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আকারও পরিবর্তন করতে পারেন।
advertisement
advertisement
হ্যাঁ, এই ফিচার নতুন নয়। কিন্তু বড় স্ক্রিনে যখন অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার ব্যবহারের কথা ওঠে, তখন ইউজাররা অবশ্যই আশায় বুক বাঁধতে পারেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল কী কী আনতে পারে, তার ঝলক ইতিমধ্যেই সবাই দেখেছে।
advertisement
২০২৩ সালে বাজারে আসে Pixel 8। এতে USB C পোর্টের মাধ্যমে বড় স্ক্রিনে মোবাইল ব্যবহার করতে পারেন ইউজাররা। পিসি মোডকে পিক্সল সিরিজে আনা গুগলের জন্য গেম চেঞ্জার হতে চলেছে বলে মনে করছেন অনেক টেক বিশেষজ্ঞই। প্রযুক্তির দৌড় দেখতে গ্রাহকরা যে এমন ফোনের জন্য ঝাঁপাবেন বলাই বাহুল্য।অ্যাপল ইতিমধ্যেই এই ফিচার চালু করেছে। তবে তা শুধুমাত্র অ্যাপল ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স হওয়া মানে ইউজাররা প্রিমিয়াম ফোনের সঙ্গে পিসিও ব্যবহার করতে পারবেন, তাও কম টাকায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android Phone: ফোনকেই ব্যবহার করা যাবে পিসি-র মতো, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সোনা ফলাচ্ছে গুগল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement