এ বার Windows 10 ও macOS-এ ডার্ক মোডে সেজে উঠবে Google Chrome

Last Updated:

নতুন এই আপডেটের জেরে Chrome-এর পুরো ব্যাকগ্রাউন্ডটাই কালো রঙের হবে

Chrome-কে নতুন রূপে সাজিয়ে তোলার প্রচেষ্টায় রয়েছে Google। এ ক্ষেত্রে Windows 10 ও macOS-এ Chrome-এর জন্য একটি ডার্ক মোড ডেভেলপ করছেন ডিজাইনাররা। নতুন এই আপডেটের জেরে Chrome-এর পুরো ব্যাকগ্রাউন্ডটাই কালো রঙের হবে। আপাতত, পরীক্ষামূলক স্তরে রয়েছে এই আপডেটটি।
সম্প্রতি Windows Latest-এ প্রকাশিত হয়েছে এই খবর। সেই সূত্রে জানা গিয়েছে যে, বর্তমানে Chrome Canary-তে এই নতুন আপডেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে Google।
এ ক্ষেত্রে এই আপডেটের হাত ধরে ওয়েব পেজের স্ক্রলবারেও ডার্ক মোড দেখা যাবে। স্ক্রলবার ছাড়া ব্রাউজারের অন্যান্য অংশেও থাকবে Chrome-এর এই ডার্ক মোড। আপডেটটির সুবাদে শীঘ্রই সেটিংস, বুকমার্কস, হিস্ট্রি পেজ, নিউ ট্যাব পেজ ও PDF প্রিন্টিং স্ক্রিনেও ডার্ক মোডের ছোঁওয়া প্রত্যক্ষ করা যাবে। শোনা যাচ্ছে যে, Chrome-এর সার্চ রেজাল্ট অপশনেও ডার্ক মোড সাপোর্ট অ্যাড করতে পারে Google। তবে এই আপডেটের জেরে YouTube স্ক্রলবারে এই ধরনের কোনও ডার্ক মোড দেখা যাবে না। হয় তো পরের দিকে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে সংস্থা।
advertisement
advertisement
শীঘ্রই Chrome-এর এই নতুন রূপ দেখা যাবে বলে আশা করছেন টেক এক্সপার্টরা। সব ঠিক থাকলে পরের বছর Chrome 88-এর সঙ্গে নতুন ডার্ক মোডটি হাজির হবে। আপাতত, Chrome Canary-তে উপলব্ধ রয়েছে এই আপডেট। তবে অন্যরাও এই ডার্ক মোডের এক ঝলক দেখে নিতে পারেন। এ ক্ষেত্রে দু'টি কোড টাইপ করতে হবে। এগুলি হল-
advertisement
–enable-features=WebUIDarkMode,CSSColorSchemeUARendering
–force-dark-mode
সম্প্রতি, ২০২০ সালের জন্য শেষ Chrome আপডেটটি সম্পূর্ণ হয়েছে Google-এর তরফে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই আপডেটের জেরে CPU-এর ব্যবহার অনেকাংশেই কমবে। প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত বাড়তে পারে ব্যাটারি লাইফ। এর জেরে পেজ লোডিংয়ের ক্ষেত্রেও গতি আসবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই আপডেটের সূত্র ধরে Google Chrome-এ ৭ শতাংশ পর্যন্ত গতি বাড়বে পেজ লোডিংয়ের। অ্যান্ড্রয়েড ভার্সনেও Chrome-এর ক্ষেত্রে গতি বাড়বে পেজ লোডিংয়ের।
advertisement
তবে টেক-বিশেষজ্ঞদের দাবি, YouTube, WhatsApp-এর মতো প্ল্যাটফর্মে ডার্ক মোড জনপ্রিয় হলেও Facebook-এ একেবারেই হয়নি। সে দিক থেকে Google Chrome-এর এই আপডেট কেমন প্রতিক্রিয়া জাগায়, তা ভবিষ্যতই নির্ধারণ করবে!
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এ বার Windows 10 ও macOS-এ ডার্ক মোডে সেজে উঠবে Google Chrome
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement