ডিভাইসের গতি কমিয়ে দিচ্ছে Google Chrome! সমস্যা মিটবে এই উপায়ে! জানুন
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Google Chrome: শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে Chrome। জানুন কী ঘটতে চলেছে!
Google Chrome-এর যথেষ্ট বদনাম রয়েছে। এটি একটি ‘র্যাম হোগার’ হিসেবে পরিচিত, যা ডিভাইসকে ক্রমাগত ধীর করে দিতে পারে। অনেকেই অভিযোগ করে থাকেন যে, Chrome ব্রাউজার তাদের পিসিতে র্যামের একটা বড় অংশ দখল করে বসে থাকে। আর তারই ফলে অন্য কোনও অ্যাপ বা সফ্টওয়্যার ব্যবহার করা কঠিন করে হয়ে যেতে পারে।
শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে Chrome। আসছে তাদের একটি নতুন ফিচার। এই ফিচারটি ব্যবহারকারীকে জানিয়ে দেবে, এর প্রতিটি ট্যাব কীভাবে সিস্টেম মেমরি ব্যবহার করছে।
মনে হতেই পারে, এ আর এমন কী বিশেষ বিষয়!
কিন্তু ঘটনা হল Chrome-এ কতটা RAM ব্যবহৃত হচ্ছে, সেই সম্পর্কে তথ্য জোগাড় করতে এতদিন ওয়েব ব্রাউজার সিস্টেমের টাস্ক ম্যানেজারে (উইন্ডোজে) যেতে হত। এবার তা সহজ হয়ে যাবে।
advertisement
advertisement
ধরা যাক কারও ডিভাইসে Chrome মোট র্যামের মধ্যে কতটা মেমরি অবশিষ্ট রয়েছে তা দেখা প্রয়োজন। এজন্য খুব কষ্ট করতে হবে না। নতুন ফিচারটি থাকার ফলে ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন, তাঁরা এমন কোনও ট্যাব বন্ধ করে দিতে চান কিনা, যা অতিরিক্ত জায়গা দখল করে রাখছে।
advertisement
Chrome হল সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার। প্রায় ৬০ শতাংশ ব্যবহারকারীর পছন্দ এটি। কিন্তু এই একটি কারণে ব্যবহারকারীরা অন্য ব্রাউজার বেছে নিতে বাধ্য হন।
কীভাবে কাজ করবে এই ফিচার—
প্রথমে দেখতে হবে ব্যবহৃত Chrome ব্রাউজারটি ১১৯ বা থেকে বেশি আপডেট পেয়েছে কিনা। এরপর প্রতিটি ট্যাবের উপর গিয়ে দেখা যেতে পারে, RAM ব্যবহারের বিবরণ-সহ একটি ছোট বক্স রয়েছে।
advertisement
কিন্তু এই ফিচার কি আদৌ ডিভাইসের গতি হ্রাস রোধ করতে পারবে!
আসলে এই ফিচার সচেতনতা তৈরি করবে। যদি ব্রাউজারে কোনও ভারী অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট চলে এবং তা জানতে পেরে ব্যবহারকারী তা বন্ধ করে দেন, তাহলেই ডিভাইসটি আবার ঠিকঠাক চলতে শুরু করবে।
advertisement
সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে Chrome-এর অন্য মেমরি এবং এনার্জি সেভার মোড। এমনিতে Chrome অন্য ব্রাউজারের তুলনায় অনেক বেশি মেমরি ব্যবহার করে। আগামী দিনে Windows-এর পাশাপাশি Mac, Linux এমনকী ChromeOS ব্যবহারকারীরাও এই টুলের সুবিধা পাবেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 10, 2023 11:09 PM IST








