আপনি নাকি ‘শেক্সপিয়র’? সেলফিতে নতুন মজা! ছবিতে বদলানো যাবে নিমেষে, নতুন ব্যবস্থা Google-এর

Last Updated:

দ্বিতীয় সংস্করণ প্রকাশ্যে এল, ইউজারদের ব্যবহারদের জন্য এখন পুরোপুরি তৈরি Google Art Selfie 2।


আপনি নাকি শেক্সপিয়র? সেলফিতে নতুন মজা! ছবিতে বদলানো যাবে নিমেষে, নতুন ব্যবস্থা Google-এর
আপনি নাকি শেক্সপিয়র? সেলফিতে নতুন মজা! ছবিতে বদলানো যাবে নিমেষে, নতুন ব্যবস্থা Google-এর
যুগ এখন প্রতিদ্বন্দ্বিতার, বিশেষ করে ক্ষেত্রটি যদি হয় বাণিজ্যিক। ইতিপূর্বে OpenAI-এর সহায়তায় Microsoft নিয়ে এসেছিল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই সমর্থিত ইমেজ জেনারেটিভ টুল, পাল্টা হিসেবে Google নিয়ে আসে Art Selfie। এবার এরই দ্বিতীয় সংস্করণ প্রকাশ্যে এল, ইউজারদের ব্যবহারদের জন্য এখন পুরোপুরি তৈরি Google Art Selfie 2।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে আগের ভার্সনে কেবল ইউজারের মুখটাই কোনও ছবিতে বসানো যেত, বাকিটুকু থাকত এক। তবে, এবার প্রযুক্তির কল্যাণে বদল ঘটেছে আমূল। জানানো হয়েছে যে নিজেদের সেলফি দিয়ে সম্পূর্ণ নতুন এক ছবি তৈরির মজা উপভোগ করতে পারবেন ইউজাররা। এর জন্য শুধু নিজের সেলফি বা গ্রুপের সেলফি আপলোড করতে হবে। তার পর পছন্দমতো একটা স্টাইল বেছে নিলেই হল।
advertisement
advertisement
এই স্টাইল বেছে নেওয়ার ক্ষেত্রে অপশনও রয়েছে বিস্তর, সঠিক ভাবে বললে ২৫টা স্টাইল পাওয়া যাবে। এই স্টাইল ক্যাটাগরির মধ্যে রয়েছে জর্জিয়ান এরা, মধ্যযুগের নাইট, মনেটস গার্ডেন, হোলি সেলেব্রেশন, এভিয়েশন পায়োনিয়ার, গাউচো, ফ্রিডা কাহলো পোর্ট্রেট, রোমান গ্ল্যাডিয়েটর, পারফর্মিং শেক্সপিয়র, প্রাচীন মিশরের ফারাও, সেরেঙ্গেটি সাফারি এবং আরও অনেক কিছু।
advertisement
এখানেই শেষ নয়। সংস্থার তরফে জানানো হয়েছে যে ইউজারদের মনোরঞ্জনের জন্য ভবিষ্যতে আরও স্টাইল নিয়ে আসা হবে। দাবি করা হয়েছে যে সেলফি এখানে ছবির বেছে নেওয়া স্টাইলের সঙ্গে এমন ভাবে মিশে যাবে, যাতে তা আসল বলেই মনেই হয়। তবে, চুল, মাথায় থাকা কোনও আচ্ছাদন, গয়না এবং জামাকাপড় বেছে নেওয়া ছবির স্টাইল বদলে দিতে পারে স্বয়ংক্রিয়ভাবে।
advertisement
একই সঙ্গে ছবির এই ক্যাটাগরিগুলোতে থাকবে কিছু টপিক্যাল ফ্যাক্টও যাতে সেলফি ছবির সঙ্গে সম্পূর্ণ রূপে খাপ খায়। ইমেজ জেনারেট করার সময়ে এই ফ্যাক্টগুলো দেখা যাবে। নিরাপত্তার দিকটি খেয়াল রেখে সংস্থা জানিয়েছে যে ইউজার কেবল নিজের ছবি দিয়েই এই কাজ করতে পারবেন, অন্যের ছবি দিয়ে নয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনি নাকি ‘শেক্সপিয়র’? সেলফিতে নতুন মজা! ছবিতে বদলানো যাবে নিমেষে, নতুন ব্যবস্থা Google-এর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement