Instagram-এও করা যায় ভিডিও কল! কীভাবে করবেন দেখে নিন

Last Updated:
সত্যি বলতে কী, Instagram-এ ভিডিও কল করা বেশ মজার এক অভিজ্ঞতায় পরিণত হতে পারে আমাদের অনেকের জন্যই।
1/8
WhatsApp-এর ব্যাপারটা আমরা সবাই জানি। ওখানে ভিডিও কল করে করে আমরা সকলেই বেশ অভ্যস্ত। তবে, ওই একই মালিক গোষ্ঠী Meta-র আরও এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram-এও ভিডিও কলের সুবিধা আছে। সত্যি বলতে কী, Instagram-এ ভিডিও কল করা বেশ মজার এক অভিজ্ঞতায় পরিণত হতে পারে আমাদের অনেকের জন্যই।
WhatsApp-এর ব্যাপারটা আমরা সবাই জানি। ওখানে ভিডিও কল করে করে আমরা সকলেই বেশ অভ্যস্ত। তবে, ওই একই মালিক গোষ্ঠী Meta-র আরও এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram-এও ভিডিও কলের সুবিধা আছে। সত্যি বলতে কী, Instagram-এ ভিডিও কল করা বেশ মজার এক অভিজ্ঞতায় পরিণত হতে পারে আমাদের অনেকের জন্যই।
advertisement
2/8
এর জন্য সবার প্রথমে কীভাবে Instagram-এ ভিডিও কল করতে হবে, সেটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
এর জন্য সবার প্রথমে কীভাবে Instagram-এ ভিডিও কল করতে হবে, সেটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
advertisement
3/8
- সবার প্রথমে Instagram খুলতে হবে।- এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো Direct Message আইকন আছে, সেটা ট্যাপ করতে হবে।
- সবার প্রথমে Instagram খুলতে হবে।- এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো Direct Message আইকন আছে, সেটা ট্যাপ করতে হবে।
advertisement
4/8
- যাঁকে ভিডিও কল করা হবে, সেই ইউজারকে বেছে নিতে হবে।- ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা - যাঁর কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা অবশ্য তাঁর ব্যাপার।
- যাঁকে ভিডিও কল করা হবে, সেই ইউজারকে বেছে নিতে হবে।- ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা - যাঁর কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা অবশ্য তাঁর ব্যাপার।
advertisement
5/8
ভিডিও কল না হয় শুরু হল Instagram-এ। কিন্তু সেটাতো আপনাআপনি চলতে থাকবে, এখানে পরিচালনার প্রশ্ন আসছে কেন?
ভিডিও কল না হয় শুরু হল Instagram-এ। কিন্তু সেটাতো আপনাআপনি চলতে থাকবে, এখানে পরিচালনার প্রশ্ন আসছে কেন?
advertisement
6/8
আসলে, Instagram-এ ভিডিও কল চলার সময়েই কিছু মজার কাজ করা যায়, এক নজরে দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলোও,
আসলে, Instagram-এ ভিডিও কল চলার সময়েই কিছু মজার কাজ করা যায়, এক নজরে দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলোও,
advertisement
7/8
- ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে।- দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে। - ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়। - কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।
- ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে।- দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে। - ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়। - কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।
advertisement
8/8
Instagram-এ ভিডিও কল করার জন্য যা মনে রাখা দরকার:- কলের মান উন্নত এবং মসৃণ হওয়ার জন্য সুষ্ঠু ওয়াইফাই কানেকশন বা পর্যাপ্ত সেলুলার ডেটা দরকার। - Instagram-এ ভিডিও কলে একসঙ্গে ৪ জনকে যোগ করা যায়। - একই গ্রুপে থাকলে কল চলাকালীন ভিডিও চ্যাটও করা যায়।
Instagram-এ ভিডিও কল করার জন্য যা মনে রাখা দরকার:- কলের মান উন্নত এবং মসৃণ হওয়ার জন্য সুষ্ঠু ওয়াইফাই কানেকশন বা পর্যাপ্ত সেলুলার ডেটা দরকার। - Instagram-এ ভিডিও কলে একসঙ্গে ৪ জনকে যোগ করা যায়। - একই গ্রুপে থাকলে কল চলাকালীন ভিডিও চ্যাটও করা যায়।
advertisement
advertisement
advertisement