Gmail: আপনার নিজের একাধিক জিমেল অ্যাকাউন্ট, পাগল পাগল লাগছে, এক নিমেষে প্রবলেম সলভ
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Gmail: একাধিক জিমেল অ্যাকাউন্ট একসঙ্গে যোগ করে নিন, কীভাবে করবেন দেখুন
নয়াদিল্লি: একাধিক জিমেল অ্যাকাউন্ট? চালাতে গিয়ে হিমশিম অবস্থা? আর চিন্তা নেই। এখন ইউজার তাঁর সবকটা জিমেল অ্যাকাউন্ট একসঙ্গে চালাতে পারবেন। লগ আউট করতে হবে না। বারবার দিতে হবে না পাসওয়ার্ডও। প্রসঙ্গত, জিমেলে বিনামূল্যে যত খুশি অ্যাকাউন্ট খোলা যায়।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ধরা যাক, কোনও ইউজারের দুটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে। একটি বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য ব্যক্তিগত উদ্দেশ্যে তৈরি। অন্যটি সহকর্মী এবং ক্লায়েন্টদের জন্য পেশাদারি উদ্দেশ্যে ব্যবহারের জন্য। এখন দুটি অ্যাকাউন্ট কীভাবে একসঙ্গে ব্যবহার করা যাবে?
advertisement
advertisement
প্রথম ধাপ – প্রাথমিক জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
দ্বিতীয় ধাপ – এবার স্ক্রিনের উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ – তাহলেই ড্রপডাউন মেনু চলে আসবে। এখানে ক্লিক করতে হবে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ অপশনে।
চতুর্থ ধাপ – সেখানে দিতে হবে দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট। এবার প্রেস করতে হবে ‘নেক্সট’ বাটনে।
advertisement
পঞ্চম ধাপ – এবার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড লেখার পর ‘নেক্সট’-এ ক্লিক করতে হবে।
ব্যস, দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে গেল।
এখন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্যুইচ করতে চাইলে শুধু প্রোফাইলে ক্লিক করে ইউজার যে অ্যাকাউন্টে লগ ইন করতে চান, তাতে ক্লিক করতে হবে। এভাবে যত খুশি জিমেল অ্যাকাউন্ট যোগ করা যায়। প্রয়োজনে ইউজার ডিফল্ট জিমেল অ্যাকাউন্ট পরিবর্তনও করতে পারেন।
advertisement
দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট না থাকলে সহজেই তৈরি করে নেওয়া যায়।
প্রথম ধাপ – জিমেল অ্যাকাউন্ট খুলে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপ – ড্রপডাউন মেনু থেকে বাছতে হবে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ অপশন।
তৃতীয় ধাপ – একটা পেজ খুলে যাবে। এখন ‘ক্রিয়েট অ্যাকাউন্ট’-এ ক্লিক করতে হবে।
advertisement
চতুর্থ ধাপ – গুগল তিনটি অপশন দেবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য, সন্তানের জন্য এবং কাজ অথবা ব্যবসার জন্য। যে কোনও একটা বাছতে হবে।
পঞ্চম ধাপ – এবার একটা ফর্ম পপ আপ করবে। সেখানে ইউজারের নাম, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে।
ষষ্ঠ ধাপ – এবার ফোন নম্বর, রিকভারি ইমেল, জন্মতারিখ, লিঙ্গ ইত্যাদি তথ্য লিখে ফের ক্লিক করতে হবে ‘নেক্সট’ বাটনে।
advertisement
সপ্তম ধাপ – এখন ইউজার দ্বিতীয় জিমেল অ্যাকাউন্টের সেটিংস ঠিক করে নেবেন।
অষ্টম ধাপ – শেষে গুগলের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতিতে ‘আই এগ্রি’ ক্লিক করলেই তৈরি হয়ে যাবে দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 2:20 PM IST