Gmail-এও এখন ইমোজি! কীভাবে ব‍্যবহার করবেন? দেখে নিন এক নজরে

Last Updated:

এখন থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা জিমেলে ব্যবহার করতে পারবেন এই ইমোজি ফিচার। অর্থাৎ ইমোজি রিয়্যাকশনের মাধ্যমে যে কোনও মেল সেন্ড করতে পারবেন।

Gmail-এও এখন ইমোজি! কীভাবে ব‍্যবহার করবেন? দেখে নিন এক নজরে
Gmail-এও এখন ইমোজি! কীভাবে ব‍্যবহার করবেন? দেখে নিন এক নজরে
টেক জায়ান্ট কোম্পানি Google অবশেষে Gmail-এ ইমোজি রিয়্যাকশন যুক্ত করছে। যা ইউজারদের ইমোজি রিয়্যাকশন সহ ই-মেলের উত্তর দেওয়ার অনুমতি দেয়৷ বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে চালু হচ্ছে এবং iOS ও ওয়েব-সহ অন্যান্য প্ল্যাটফর্মের জন্য শীঘ্রই প্রত্যাশিত৷ জিমেল খুবই জনপ্রিয় একটি অ্যাপ।
কারণ অফিসের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় জিমেল। খুব সহজে বিভিন্ন ডেটা, ছবি এবং ভিডিও সেন্ড করার জন্য জিমেল ব্যবহার করা হয়। এখন থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা জিমেলে ব্যবহার করতে পারবেন এই ইমোজি ফিচার। অর্থাৎ ইমোজি রিয়্যাকশনের মাধ্যমে যে কোনও মেল সেন্ড করতে পারবেন।
advertisement
জিমেলে একটি ইমোজি যোগ করার উপায় –
advertisement
এর জন্য ইউজারদের ফোন বা ট্যাবলেটের মতো একটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করতে হবে এবং তারপরে জিমেলে যেতে হবে। এরপরে ইমোজি রিয়্যাকশন ব্যবহার করে ইউজাররা যে ই-মেলের উত্তর দিতে চান সেটি ওপেন করতে হবে। এরপর বার্তার নিচে থাকা ‘Add emoji reaction’ অপশন সিলেক্ট করে নিজেদের পছন্দ অনুযায়ী ইমোজি বেছে নিতে পারবেন তাঁরা। Google সিলেক্ট করা ইমোজিগুলির একটি তালিকা করবে যা ইউজাররা ব্যবহার করতে পারবেন।
advertisement
Google এর জন্য এক সেট শর্ত তালিকাভুক্ত করেছে, যা ইউজারদের Gmail-এ কিছু ক্ষেত্রে ইমোজি রিয়্যাকশন পাঠাতে বাধা দিতে পারে। প্রারম্ভিকদের জন্য, স্কুল এবং কর্মক্ষেত্রের অ্যাকাউন্ট থাকা ব্যক্তিরা সেগুলি পাঠাতে পারবেন না।
advertisement
দ্বিতীয়ত, যে ইউজাররা Gmail অ্যাপের একটি পুরনো সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা একটি ই-মেল পাবেন, যা বলে দেবে কেউ ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি তা দেখতে পারবেন না। এছাড়াও যদি ইউজাররা নিজেদের Gmail বার্তাগুলি অ্যাক্সেস করতে মাইক্রোসফ্ট আউটলুকের মতো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করেন এবং ইউজাররা যদি একই বার্তার ২০ বার উত্তর দিয়ে থাকেন এবং উত্তরটি পাঠানো হয় তাহলে তিনি আর ইমোজি রিয়্যাকশন দেখতে পারবেন না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail-এও এখন ইমোজি! কীভাবে ব‍্যবহার করবেন? দেখে নিন এক নজরে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement