Ganesh Chaturthi 2022: Xiaomi গণেশ চতুর্থী সেল! কোন কোন জিনিস পাওয়া যাচ্ছে? যা কিনবেন জলের দর!

Last Updated:

Ganesh Chaturthi 2022: এত সস্তা এর আগে হয়নি। যা কিনবেন সব সস্তা! দেখে নিন আপনার প্রয়োজনের জিনিস আছে কিনা!

#নয়া দিল্লি:  গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উপলক্ষ্যে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছে Xiaomi। তার নিজস্ব প্ল্যাটফর্মে এই বিশেষ সেল (Sale) দেওয়া হবে বলে জানান হয়েছে। গ্রাহকরা ৬০ শতাংশ ছাড়ে ‘হোম অ্যাপ্লায়েন্স’ (Home Appliances) কিনতে পারবেন। এর মধ্যে পাওয়া যাবে নিত্যব্যবহার্য প্রায় সব সামগ্রীই। কী নেই সেখানে— বাল্ব (Bulb), ল্যাম্প (Lamp), স্পিকার (Speaker), ফ্যানের (Fan) মতো পণ্য খুব কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।
এই বিশেষ সেলের সেরা ডিল সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে স্মার্ট লাইটের কথা (Smart Light)। মাত্র ৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে স্মার্ট লাইট। গণেশ চতুর্থীর বিশেষ সেলে যে কেউ ১৪৯৯ টাকার Mi LED Wi-Fi Smart Bulb (E27) কিনতে পারবেন মাত্র ৯৯৯ টাকায়। এর উপর আবার ৩০০ টাকা প্রিপেড (Pre-paid) ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
advertisement
শুধু তাই নয়, Mi-এর রিচার্জেবল LED ল্যাম্প ১,৭৯৯ টাকার পরিবর্তে মাত্র ১,৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তার উপর আবার গ্রাহকরা ১০০ টাকা প্রিপেড ছাড় পেতে পারেন। স্পিকার (Speaker) এবং ইয়ারফোন (Earphone) মাত্র ৩৯৯ টাকায়— গণেশ চতুর্থীর বিশেষ সেলে Mi Earphone Basics পাওয়া যাচ্ছে মাত্র ৪২৯ টাকায়, এর আসল মূল্য ৫৯৯ টাকা। পাশাপাশি Mi Outdoor Bluetooth Speaker (5W) ১,৯৯৯ টাকার পরিবর্তে ১,৪৯৯ টাকার বিশেষ মূল্যে পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
কম খরচে Smart Home
Xiaomi সেলে মাত্র ১২,৪৯৯ টাকার প্রাথমিক মূল্যে পাওয়া যাচ্ছে স্মার্ট হোম সামগ্রী। বিশেষ ছাড়ে Xiaomi Smart Air Fryer (3.5L) ১৪,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৭,৯৯৯ টাকায় কেনা যাবে। অন্য দিকে, Xiaomi Smart Sanding Fan2 পাওয়া যাবে ১২,৯৯৯ টাকার পরিবর্তে ৫,৯৯৯ টাকায়।
নিজের বাড়ির ও পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে এই গণেশ চতুর্থীই সব থেকে ভাল সময়। ক্যামেরা ইনস্টল করতে চাইলে Xiaomi 360 Degree Home Security 1080p 2i কিনে নেওয়া যেতে পারে এই সেলে। ৪,৪৯৯ টাকার পরিবর্তে সিসি ক্যামেরা পাওয়া যাবে মাত্র ২,৭৯৯ টাকায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Ganesh Chaturthi 2022: Xiaomi গণেশ চতুর্থী সেল! কোন কোন জিনিস পাওয়া যাচ্ছে? যা কিনবেন জলের দর!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement