Samsung Galaxy A26 5G-র দাম কত? কী কী ফিচার্স থাকছে? জেনে নিন
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
নতুন মডেলে বেশ কিছু Galaxy AI ফিচারও দিয়েছে Samsung। ইউজাররা বাড়তি সুবিধা পাবেন। এই সব ফিচারই Galaxy A সিরিজের স্মার্টফোনকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বলে অনুমান টেক বিশেষজ্ঞদের।
কলকাতা: চলতি মাসেই ভারতের বাজারে Galaxy A সিরিজের স্মার্টফোন নিয়ে এসেছে Samsung। গ্রাহকের মন জয় করতে এতেও দেওয়া হয়েছে OS সাপোর্ট। রয়েছে Samsung-এর নিজস্ব Exynos চিপসেট। মিড রেঞ্জ ফোনে One UI 7.0 ভার্সনও পাচ্ছেন ইউজাররা।
নতুন মডেলে বেশ কিছু Galaxy AI ফিচারও দিয়েছে Samsung। ইউজাররা বাড়তি সুবিধা পাবেন। এই সব ফিচারই Galaxy A সিরিজের স্মার্টফোনকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বলে অনুমান টেক বিশেষজ্ঞদের। এখন প্রশ্ন হল, বাজারে তারা কী নতুন ট্রেন্ড সেট করতে পারবে?
আরও পড়ুন- ৩ বছরে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি..! এ কী কাণ্ড পুরুলিয়ায়! কী রয়েছে জঙ্গলমহলের অন্দরে
ভারতে Galaxy A26 5G লঞ্চ করেছে Samsung। 8GB + 128GB মডেল ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আর 8GB + 256GB মডেল ভেরিয়েন্টের ২৭,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে। আপাতত সাদা, পিচ পিঙ্ক, মিন্ট এবং ব্ল্যাক, এই চার রঙে পাওয়া যাচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই স্মার্টফোন কিনতে পারেন গ্রাহকরা।
advertisement
advertisement
নতুন Galaxy S26 5G-তে রয়েছে 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফ্রন্ট ও ব্যাক প্যানেলে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass Victus+। পারফরম্যান্সের দিক থেকে, Exynos 1380 চিপসেটের সঙ্গে 8GB RAM ও 256GB স্টোরেজ থাকায় স্মার্টফোনটি মাল্টিটাস্কিং ও হেভি গেমিং-এর জন্য একদম আদর্শ। শুরু থেকেই মিলছে লেটেস্ট Android 15-ভিত্তিক One UI 7.0। Samsung 6 বছর পর্যন্ত Android OS আপগ্রেডের প্রতিশ্রুতিও দিয়েছে।
advertisement
আরও পড়ুন- মাথার ছাদ হারিয়েছে, ত্রিপল ছাউনির নীচে বেলগাছিয়ার ‘সর্বহারা’ একাধিক পরিবার
ক্যামেরা, ব্যাটারিও নজরকাড়া। ইউজারের সুরক্ষার কথাও মাথায় রাখা হয়েছে। ফোনে দেওয়া হয়েছে 50MP প্রাইমারি সেন্সর (OIS সহ), 8MP আল্ট্রাওয়াইড লেন্স ও 2MP ম্যাক্রো সেন্সর, সঙ্গে সেলফির জন্য সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা।
রয়েছে 5000mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে দীর্ঘক্ষণ চলবে। ব্যাটারি নিয়ে কোনও মাথাব্যথা থাকবে না ইউজারের। কানেক্টিভিটির মধ্যে আছে ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.3, GPS, GLONASS, NFC, 5G, 4G VoLTE ও USB Type-C পোর্ট। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও IP67 রেটিং, যা ধুলা ও জল প্রতিরোধে সক্ষম।
advertisement
অনেকেই বলছেন, Samsung-এর নতুন Galaxy A26 5G মিড রেঞ্জ সেগমেন্টে নতুন মাইলফলক তৈরি করতে চলেছে। উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, ৬ বছরের OS আপগ্রেড ও দুর্দান্ত সব AI ফিচার একে করে তুলেছে অটোমেটিক চয়েস।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 8:13 PM IST