G20 India Mobile Application: ভারত সরকার চালু করল 'G20 India', শিখর সম্মেলনের হাল হকিকৎ জানাবে এই অ্যাপ

Last Updated:

G20 India Mobile Application: G20 India মোবাইল অ্যাপটি বহুভাষায় ব্যবহার করা যাবে। জাতিসঙ্ঘের পাঁচটি সরকারি ভাষা যেমন, ইংরেজি, হিন্দি, জার্মান, জাপানি এবং পর্তুগিজ ব্যবহার করতে পারবেন।

নয়াদিল্লিতে আসন্ন জি ২০ সম্মেলনের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করছে সরকার। ব্যবহারকারীরা সম্পূর্ণ তথ্য পেতে পারবেন এই অ্যাপ থেকে। G20 India নামক এই ডিজিটাল প্লাটফর্মটি জি ২০ শীর্ষ সম্মেলনকে সারা বিশ্বের কাছে তুলে ধরবে। নানা ধরনের ফিচার রয়েছে এতে।
বিদেশ মন্ত্রক এই অ্যাপ চালু করেছে। অ্যান্ড্রয়েড বা আইফোন— যেকোনও ডিভাইসেই কাজ করবে এই অ্যাপ। মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৫ হাজার ডাউনলোড হয়েছে এই অ্যাপটি, জানিয়েছেন কর্মকর্তারা। ভারতের জি ২০ শিখর সম্মেলনে ভারতের সভাপতিত্বকাল শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাপটি কাজ করবে।
G20 India মোবাইল অ্যাপটি বহুভাষায় ব্যবহার করা যাবে। জাতিসঙ্ঘের পাঁচটি সরকারি ভাষা যেমন, ইংরেজি, হিন্দি, জার্মান, জাপানি এবং পর্তুগিজ ব্যবহার করতে পারবেন।
advertisement
advertisement
লোগো, থিম এবং হোস্ট সিটি—
অ্যাপটি জি ২০ শিখর সম্মেলন এবং ভারতের সভাপতিত্ব সংক্রান্ত তথ্যে ভরপুর। যার মধ্যে শীর্ষ সম্মেলনের লোগো, থিম এবং আয়োজক শহরগুলির বিবরণ রয়েছে। প্রত্যেক জি ২০ নেতার একটি করে পেজ রয়েছে। সেখানে তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটের উল্লেখ রয়েছে, সঙ্গে রয়েছে ওই নেতাদের নীতি ও উদ্যোগগুলির বিস্তৃত ব্যাখ্যা।
advertisement
জি ২০-এর মূল কাজ সম্পর্কে যাঁরা আগ্রহী, তাঁদের জন্য, এই অ্যাপে বিস্তারিত তথ্য রয়েছে। জি ২০ সেক্রেটারিয়েট ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিতে পারে। পাশাপাশি স্টেকহোল্ডারদের সমন্বয়ের সুবিধাও রয়েছে।
advertisement
ভার্চুয়াল ট্যুর; হাইলাইটস
এই অ্যাপে একটি ইভেন্ট ক্যালেন্ডার রয়েছে। ফলে ব্যবহারকারীরা সমস্ত তথ্য পাবেন। ভার্চুয়াল ট্যুরও করতে পারে। নেভিগেশন অপশনের মাধ্যমে বিদেশি প্রতিনিধিরা শুরু এবং শেষ পয়েন্ট নির্বাচন করতে পারবেন। ফলে নির্দিষ্ট গন্তব্যের রুট খুঁজে পাওয়া সহজ হবে। তাছাড়া, অ্যাপটিতে একটি ‘Explore India’ অপশনও রয়েছে। যা ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, স্থাপত্য এবং কৃতিত্ব সম্পর্কে তথ্য দেবে।
advertisement
এই অ্যাপের মধ্যেই প্রেস রিলিজ, সরকারি নথি, বক্তৃতা, প্রতিনিধিদের অভিজ্ঞতা, ছবি, ভিডিও এবং আরও অনেক পাওয়া যাবে।
What’s new বিভাগে জি ২০ শিখর সম্মেলনের অগ্রগতি ও হালহকিকৎ সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এখানে রয়েছে একটি Jan Bhagidari ফিচার। এটি জি ২০-তে জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করে বলে সরকারের দাবি৷ ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ২০ শীর্ষ সম্মেলনের আগে সকল মন্ত্রীকে এই অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
G20 India Mobile Application: ভারত সরকার চালু করল 'G20 India', শিখর সম্মেলনের হাল হকিকৎ জানাবে এই অ্যাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement