থার্ড পার্টি অ্যাপে লগ ইনের নতুন পদ্ধতি 'Sign in with Apple'

Last Updated:
অনেক থার্ড পার্টি অ্যাপ আছে যাতে আমরা সহজেই ফেইসবুক বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকি। এবার অ্যাপেল ব্যাবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ লগ ইন করতে পারবে তাঁদের অ্যাপল আইডি ব্যবহার করেই। যেই থার্ড পার্টি অ্যাপ ফেইসবুক বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন এর অপশন ডেয় তাদের এবার অ্যাপল আইডি লগ ইন দেয়া বাধ্যতামূলক।
‘সাইন ইন উইথ অ্যাপেল’ নামের টুলটির সবচেয়ে বড় সুবিধা হলো ব্যবহারকারী সম্পর্কে এতে খুব কম তথ্য থাকবে। যেমন এই টুলের সাহায্যে নিজের ইমেল অ্যাড্রেস হাইড করে রাখা যাবে। হাইড করার অপশনটি বেছে নিলে ব্যবহারকারীর আসল ইমেইল অ্যাড্রেসে অন্য একটি ইমেইল আইডি পাঠাবে অ্যাপল। যা দিয়ে লগ ইন করলে আসল ইমেইল আইডিটি গোপন থাকবে।
advertisement
এই বছরের শেষের মধ্যে বিটা ভার্শন টেস্টিং শেষ হয়ে যাবে। আগামী বছরের প্রথম ভাগ থেকে টুলটি ব্যবহার করা যাবে। আশা করা হচ্ছে যে iOS 13 এর অফিশিয়াল রিলিজ-এর সাথেই লঞ্চ হবে এই ফিচারটিও।
advertisement
ফেইসবুক বা গুগল অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টি অ্যাপে সাইন ইন করলে ব্যবহারকারীদের তথ্য নিয়ে তা বিজ্ঞাপন দেখানো কাজে ব্যবহার করা হয়। তাই নতুন টুলটি যুক্ত হলে থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহারকারীর তথ্য নিতে পারবে না।
advertisement
আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভি সব প্ল্যাটফর্মেই টুলটি কাজ করবে।
অ্যাপল আইডি দিয়ে সাইন ইনের সুবিধা রাখতে চাইলে থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদেরকে ‘সাইন ইন উইথ অ্যাপল’ অপশনটি যুক্ত করতে হবে অ্যাপে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
থার্ড পার্টি অ্যাপে লগ ইনের নতুন পদ্ধতি 'Sign in with Apple'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement