বর্ষাকালে বিপদ! কীভাবে করবেন বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণ! দেখে নিন

Last Updated:

Electric vehicles: বর্ষায় ইলেকট্রিক গাড়ির যত্ন না নিলে কিন্তু বিপদ হতে পারে।

কলকাতা: পরিবেশ দূষণ রোধ করতে বৈদ্যুতিক গাড়ি অনেকটাই কার্যকরী। কিন্তু বর্ষাকালে বৈদ্যুতিক গাড়ি কীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, তা খানিকটা চিন্তায় ফেলে বৈকী!
বর্ষা শুরু হলেই ভারতের বেশিরভাগ এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি শুরু হয়। বিশেষত গত কয়েক বছরে বিভিন্ন শহুরে এলাকাও জলমগ্ন হওয়ার ঘটনা আতঙ্ক তৈরি করেছে।
রাস্তাঘাটে জল জমার সমস্যা তো রয়েছেই, সেই সঙ্গে বেসমেন্ট পার্কিং-সহ বিভিন্ন এলাকায় জল জমলে যেকোনও গাড়িরই ক্ষতি হয়। সমস্যাটা আরও মারাত্মক হতে পারে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে।
advertisement
আরও পড়ুন- সামান্য ভুলেই সব শেষ! স্মার্টফোন সুরক্ষিত রাখতে এইগুলি করছেন তো? নয়তো চরম ক্ষতি!
তবে কয়েকটা জিনিস মাথায় রাখলেই বৈদ্যুতিক গাড়ি বা EV-কে নিরাপদ ও সুস্থ রাখা সম্ভব।
advertisement
১. চার্জিং-এর প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখতে হবে। বর্ষাকালে বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণের প্রথম এবং প্রধান পদক্ষেপ বলা যেতে পারে এটিকে।
যাঁদের বাড়ির বাইরে চার্জিং স্টেশন ইনস্টল করা রয়েছে অথবা, যাঁরা পোর্টেবল চার্জার ব্যবহার করেন, সকলকেই সতর্ক থাকতে হবে। কারণ এই সরঞ্জামগুলিতে জল লাগলে শর্ট সার্কিটের আশঙ্কা থেকেই যায়।
২. ব্যাটারির দিকে নজর দিতে হবে। বৈদ্যুতিক গাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল এই ব্যাটারি। তাই ব্যাটারির ইনসুলেশন বা কনডাকটরের কোনও ক্ষতি হলে বড় বিপদ হতে পারে। তা পরীক্ষা করে নেওয়া দরকার।
advertisement
বর্ষাকালে পোকামাকড়ের উৎপাত বাড়ে, ইঁদুরও ব্যাটারির ক্ষতি করতে পারে। কোনও রকম অসঙ্গতি দেখলে অনুমোদিত পরিষেবা কেন্দ্রে খবর দেওয়াই ভাল।
৩. গাড়ির ভিতরে কোনও নোংরা জমতে দেওয়া যাবে না। গাড়িতে ওঠানামা করার সময়ই জল, কাদা ভিতরে আসতে পারে। বিশেষত বর্ষাকালে গাড়ির ভিতরে জল থাকলে আর্দ্রতার কারণে বৈদ্যুতিক সমস্যা হতে পারে। গাড়ির দরজা এবং জানালা সঠিক ভাবে বন্ধ রয়েছে কিনা তা দেখে নিতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে কোনও অংশ থেকে চুঁইয়ে জল ঢুকছে কিনা।
advertisement
৪. জলমগ্ন রাস্তায় গাড়ি না চালানোই ভাল। শুধু EV নয়, ICE গাড়ির ক্ষেত্রেও এটি মেনে চলতে হবে। তবে বৈদ্যুতিক গাড়িতে দ্বিগুণ সতর্কতা প্রয়োজন।
নিজের ব্যাটারি প্যাকের আইপি রেটিং সম্পর্কেও জেনে রাখা প্রয়োজন। বেশিরভাগ আধুনিক EV-তে ভাল আইপি রেটিং থাকে। প্রয়োজনীয় উপাদানগুলি ভাল ভাবে সিল করা হয়। কিন্তু তবুও জলমগ্ন এলাকায় দীর্ঘক্ষণ থাকলে ক্ষতি হতেই পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বর্ষাকালে বিপদ! কীভাবে করবেন বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণ! দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement