Smartphone Safety Tips: সামান্য ভুলেই সব শেষ! চরম ক্ষতির হাত থেকে বাঁচুন, স্মার্টফোন সুরক্ষিত রাখতে এইগুলি করছেন তো?
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphone Safety Tips: এক্ষেত্রে ফ্লিপ কভার সবচেয়ে ভালো কাজ করে। এটি স্মার্টফোনের ডিসপ্লে এবং বাইরের অংশকে রক্ষা করে, ফোনের নোটিফিকেশন বা অন্যান্য তথ্যও রক্ষা পায়।
বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। স্মার্টফোনে আমাদের ছবি, ব্যক্তিগত মেসেজ এবং ব্যাঙ্কিংয়ের নানা তথ্য-সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এর কারণেই বেশিরভাগ সময় হ্যাকাররা স্মার্টফোনের উপরেই নজর দেয়। এমন পরিস্থিতিতে স্মার্টফোন ব্যবহারে সামান্য ভুলও জীবনের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। এই বিষয় মাথায় রেখে আজ আমরা স্মার্টফোন সম্পর্কিত এমন ৫টি টিপস বলব যা মেনে চললে হ্যাকার তো বটেই, ফোনটি ভাঙার হাত থেকেও রক্ষা পাবে।
advertisement
স্মার্টফোনে সর্বদা ক্যামেরার কভার লাগিয়ে রাখা উচিত। এতে স্মার্টফোনের ক্যামেরা স্ক্যামারদের নাগালের বাইরে চলে যাবে। আসলে অনেক ক্ষেত্রেই স্ক্যামাররা ফোন হ্যাক করে এবং এর ক্যামেরার মাধ্যমে ব্যক্তিগত ভিডিও শ্যুট করে এবং ব্যবহারকারীদের ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এমতাবস্থায়, যদি স্মার্টফোনের ক্যামেরা কভার ব্যবহার নাও করা তাহলেও অন্তত মোবাইলের কভার দিয়ে তা বন্ধ করে দেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
ফোন সুরক্ষিত করতে ইউএসবি ডেটা ব্লকার একটি ছোট অ্যাডাপ্টারের মতো কাজ করে। এটি ইউএসবি কেবলে ডেটা ট্রান্সফার পিন ব্লক করে। এই ক্ষেত্রে যদি পাওয়ার পিন প্লাগ ইন করা হয় তবেই শুধুমাত্র স্মার্টফোন চার্জ হবে এবং এর থেকে ডেটাও চুরি করা যায় না। ইউএসবি ডেটা ব্লকারের সাহায্যে নিরাপদে যে কোনও স্থানে ফোন চার্জ করা যেতে পারে।
advertisement