হেলমেট কিনবেন? আগে দেখে নিন 'এসব' আছে কি না! তবেই হবে 'পয়সা উসুল'

Last Updated:

Helmet- বাইক কিংবা স্কুটার কেনার সময় যেমন একাধিক মাপকাঠি মেনে চলতে হয়। ঠিক তেমনই হেলমেট কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

+
হেলমেট 

হেলমেট 

উত্তর দিনাজপুর: পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য যে কোনও ধরনের হেলমেট ব্যবহার করেছেন! বড় ভুল করছেন। হেলমেট কেনার আগে দেখে নিতে হবে কিছু ব্যাপার।
গাড়ির জন্য সিট বেল্ট আর বাইকের জন্য হেলমেট আবশ্যক। বর্তমানে ট্রাফিক আইন থেকে বাঁচতে যে কোনও ধরনের হেলমেট ব্যবহার করছেন বাইক আরোহীরা। কিন্তু এই ধরনের হেলমেট বাইক দুর্ঘটনার হাত থেকে আপনাকে কি রক্ষা করতে সক্ষম?
শুধু ISI মার্ক দেখে হেলমেট কিনলেই হবে না। বাইক কিংবা স্কুটার কেনার সময় যেমন একাধিক মাপকাঠি মেনে চলতে হয়, ঠিক তেমনই হেলমেট কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এই বিষয়ে রোড সেফটি ইন্সপেক্টর রঞ্জন কুমার সিল জানান, বর্তমানে বহু বাইক দুর্ঘটনায় চালক বা বাইক আরোহীদের মাথায় হেলমেট থাকে না। হেলমেট থাকলেও লুজ ফিট এবং দুর্বল মান হওয়ার কারণে এই সমস্ত দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন- ট্রেনে তো চড়েন! রাত ১০টা থেকে ভোর ৬টা, ট্রেনের এই সিটের ‘নিয়ম’ জানেন কি?
হেলমেট কেনার সময় তার সেফটি, মেটিরিয়াল কোয়ালিটি সংক্রান্ত কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। একটি ভাল মানের হেলমেট আপনি ৩ বছর ব্যবহার করতে পারবেন। বর্তমানে বাজারে ১০০০ টাকা থেকে শুরু করে ২৫,০০০ টাকা দামি হেলমেটও পাওয়া যায়। কিন্তু এর মধ্যে আপনার বাছাই করা হেলমেট আন্তর্জাতিক মাপকাঠি মানছে কিনা তা যাচাই করুন।
advertisement
ডিজাইনের ক্ষেত্রেও অজস্র বিকল্প রয়েছে, যেমন – সম্পূর্ণ মুখ ঢাকা, অর্ধেক মুখ ঢাকা, অফ-রোড হেলমেট, টু পিস ইত্যাদি। তবে এসবের মধ্যে সম্পূর্ণ মুখ ঢাকা হেলমেট কেনাই উচিত। সম্পূর্ণ ফেস কভার করে এই ধরনের হেলমেট সবথেকে বেশি সুরক্ষিত।
আরও পড়ুন- ফোনের স্টোরেজ ফুল? কিচ্ছু ডিলিট করতে হবে না, দিব‍্যি খালি হবে ‘মেমরি’!
বর্তমানে অধিকাংশ হেলমেট ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়। তবে কেউ যদি বেশি সুরক্ষা চান এবং একটু বেশি টাকা খরচ করতে রাজি থাকেন, তা হলে কার্বন-কেভলার মিশ্রিত মেটিরিয়াল দিয়ে তৈরি হেলমেট কিনতে পারেন।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হেলমেট কিনবেন? আগে দেখে নিন 'এসব' আছে কি না! তবেই হবে 'পয়সা উসুল'
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement