Mobile Phone: iPhone থেকে Samsung, অবিশ্বাস‍্য ছাড়ে দুর্দান্ত ফোন! Flipkart-এর সেল আসছে এইদিন, হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগ

Last Updated:

আসলে  Flipkart-এ বর্তমানে চলছে Black Friday Sale। আর এটা চলবে আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। যাঁরা এই সময় স্মার্টফোন কিনতে চান, তাঁদের কাছে রয়েছে সেই সুযোগ।

News18
News18
গ্রাহকদের জন্য দারুণ সুখবর! আরও একটি বড় সেল আনতে চলেছে Flipkart। যেখানে স্মার্টফোন-সহ একাধিক ইলেকট্রনিক দ্রব্য প্রচুর ছাড়ে পাওয়া যাবে। আসলে Flipkart-এ বর্তমানে চলছে Black Friday Sale। আর এটা চলবে আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। যাঁরা এই সময় স্মার্টফোন কিনতে চান, তাঁদের কাছে রয়েছে সেই সুযোগ।
Apple, Google, Samsung-সহ অন্যান্য বড় বড় ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে। অর্থাৎ চলমান Flipkart Black Friday Sale-এ নিজের পছন্দসই ফ্ল্যাগশিপ মডেল পেয়ে অত্যন্ত কম দামে পেয়ে যাবেন গ্রাহকরা।
Flipkart Black Friday Sale থেকে কোন কোন স্মার্টফোন কেনা যেতে পারে?
advertisement
Apple iPhone 15:
এই মুহূর্তে যাঁরা iPhone কেনার পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে Flipkart। কারণ Flipkart Black Friday Sale-এ বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে iPhone 15। এই স্মার্টফোনের আসল দাম হল ৬৯৯০০ টাকা। যদিও এই Flipkart সেলে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র ৫৮২৪৯ টাকায়। এখানেই শেষ নয়, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা ব্যবহার করে আরও কম দামে এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা।
advertisement
Samsung Galaxy Z Flip6:
আর একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে অন্যতম হল Samsung-এর লেটেস্ট ক্ল্যামশেল-স্টাইল ফোল্ড স্মার্টফোন। Galaxy Z Flip6 চালিত হয় Snapdragon 8 Gen 3 Processor দ্বারা। এর সঙ্গে থাকে ১২ জিবি RAM। ফলে শক্তিশালী পারফরম্যান্স আর মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটি রয়েছে এই স্মার্টফোনের। এর দাম ১,২১,৯৯৯ টাকা। যদিও Flipkart-এর Black Friday Sale-এ এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র ১,০১,৯৯৯ টাকায়। অতিরিক্ত বেনিফিট হিসেবে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার ব্যবহার করেও কেনা যেতে পারে এই স্মার্টফোন।
advertisement
Samsung Galaxy S24+:
একাধিক ফিচারে পরিপূর্ণ আর একটি স্মার্টফোন হল লেটেস্ট Galaxy S24+। যা চলতি বছরের গোড়ার দিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনে রয়েছে Samsung-এর Exynos 2400 প্রসেসর। ফলে শক্তিশালী পারফরম্যান্স দিতে সক্ষম এই ফোন। Galaxy S24+। বাজারে আনার সময় Galaxy S24+ স্মার্টফোনের দাম ছিল ৯৯৯৯৯ টাকা। আর Flipkart সেলে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ৬৪৯৯৯ টাকায়।
advertisement
Nothing Phone 2a:
যাঁরা সাশ্রয়ী মূল্যের ফোন খুঁজছেন, তাঁদের জন্য দারুণ বিকল্প হতে পারে Nothing Phone 2a। এই ফোনে আধুনিক ফিচার এবং ক্যামেরা ক্যাপাবিলিটি রয়েছে। আর এর ফিচার অনেকটা ফ্ল্যাগশিপের মতো। এই ফোনের দাম ২৯৯৯৯ টাকা। তবে সেলে এর মূল্য হতে চলেছে ২৭৯৯৯ টাকা। সেই সঙ্গে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার ব্যবহার করে আরও কমে গ্রাহকরা এই ফোন পেয়ে যেতে পারেন।
advertisement
Samsung Galaxy S23 FE:
সাশ্রয়ী মূল্যে যাঁরা ফ্ল্যাগশিপ ফিচার খুঁজছেন, তাঁরা গত বছর রিলিজ হওয়া Samsung Galaxy S23 FE স্মার্টফোনটি দেখতে পারেন। এই Fan Edition-এ পাওয়া যায় ফ্ল্যাগশিপের ফিচার। এই ফোনের দাম ছিল ৭৯৯৯৯ টাকা। তবে গ্রাহকরা এটি পেয়ে যাবেন মাত্র ৩০৯৯৯ টাকায়।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile Phone: iPhone থেকে Samsung, অবিশ্বাস‍্য ছাড়ে দুর্দান্ত ফোন! Flipkart-এর সেল আসছে এইদিন, হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement