ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে ১৫ হাজারের কমেই মিলছে আপনার স্বপ্নের স্মার্টফোন, তালিকা দেখুন স্টক ফুরানোর আগেই
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলের এমন কিছু ফোন, যা ১৫,০০০ টাকার কম দামে পাওয়া যাচ্ছে।
#নয়াদিল্লি: জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হয়ে গিয়েছে বিগ সেভিং ডেজ সেল। ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলে গ্রাহকরা খুব কম দামে জনপ্রিয় ব্র্যান্ডের ফোন ক্রয় করতে পারবেন। বিগ সেভিং ডেজ সেলে ব্যাঙ্ক অফারের অধীনে, গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের কার্ডগুলিতে ১০% ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে।
এমন পরিস্থিতিতে, যে সকল গ্রাহক একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে চলেছেন এবং যাঁদের বাজেট বেশি না, তাঁদের জন্য রয়েছে দারুন সুযোগ। এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলের এমন কিছু ফোন, যা ১৫,০০০ টাকার কম দামে পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
Realme Narzo 50: ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলে Realme Narzo 50 ফোনটি ১৮% ছাড়ে পাওয়া যাচ্ছে। এই সেলে মাত্র ১২,৯৯৯ টাকায় ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ গ্রাহকদের জন্য এই ফোনটি উপলব্ধ করা হয়েছে। এই ফোনটিতে একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস HD+ ডিসপ্লে রয়েছে এবং এতে রয়েছে MediaTek Helio G96 প্রসেসর। ক্যামেরা হিসাবে Realme Narzo 50 ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা। Realme Narzo 50 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৫,০০০ এমএএইচ (mAh) ব্যাটারি।
advertisement
Poco M4 Pro 5G: ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলে Poco M4 Pro 5G ফোনটি ২৩% ছাড়ে পাওয়া যাচ্ছে। এই সেলে গ্রাহকরা মাত্র ১২,৯৯৯ টাকায় ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ ফোনটি ক্রয় করতে পারবেন। Poco M4 Pro 5G ফোনটিতে একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এবং সামনে একটি ১৬-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Poco M4 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। Poco M4 Pro 5G 5 ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচের ব্যাটারি।
advertisement
Samsung Galaxy F23 5G: ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলে Samsung Galaxy F23 5G ফোন ৩৭% ছাড়ে পাওয়া যাচ্ছে। এর ফলে মাত্র ১৪,৯৯৯ টাকায় এই ফোনটি ক্রয় করা যেতে পারে। এই ফোনটিতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি পাওয়া যাচ্ছে অ্যাকোয়া ব্লু, ফরেস্ট গ্রিন এবং কপার ব্লাশ কালার অপশনে।
advertisement
Oppo K10: ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলে Oppo K10 ফোন ২৮% ছাড়ে পাওয়া যাচ্ছে। এর ফলে এই ফোনটি মাত্র ১৩,৪৯০ টাকায় কেনা যাবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর। এই ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৫৯-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে রয়েছে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ডব্লু SUPERVOOC চার্জার যুক্ত।
view commentsLocation :
First Published :
December 27, 2022 10:21 PM IST