Flipkart Big Diwali Sale:খুলজা সিম-সিম! দিওয়ালিতে Flipkart-এ ধামাকাদার সেল! ফোন কিনুন জলের দরে!
- Published by:Piya Banerjee
Last Updated:
Flipkart Big Diwali Sale: যে ফোনে হাত দেবেন সেটাই পাবেন দারুণ সস্তায়! বিশ্বাস করতে পারবেন না এত কম দামে পাওয়া যাচ্ছে ! দেখে নিন এক নজরে
#নয়া দিল্লি: ফ্লিপকার্টে চালু হয়ে দিয়েছে বিগ দিওয়ালি সেল। ফ্লিপকার্টের প্লাস মেম্বারদের জন্য সোমবার থেকেই চালু হয়ে গিয়েছে এই সেল, যা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এই বিগ দিওয়ালি সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোনের ওপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এর মধ্যে রয়েছে Nothing Phone 1, Google, Realme, Poco ইত্যাদি ব্র্যান্ডের ফোন। ফ্লিপকার্ট এই বিগ দিওয়ালি সেলে যুক্ত হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে। এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা অতিরিক্ত ১০% ছাড় পেয়ে যাবেন। এক নজরে দেখে নেওয়া যাক এই বিগ দিওয়ালি সেলে কোন ফোন পাওয়া যাচ্ছে কত দামে।
Nothing Phone 1 -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে Nothing Phone 1 ফোন পাওয়া যাচ্ছে ২৭,০০০ টাকায়। এছাড়াও এই সেলে এই ফোনের ওপর পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আকর্ষণীয় ছাড়।
Samsung Galaxy Z Flip 3 -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে Samsung Galaxy Z Flip 3 এই ফোন পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়। এছাড়াও এই ফোনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডের মাধ্যমে ১০% অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
advertisement
advertisement
Motorola Edge 30 Fusion -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে Motorola Edge 30 Fusion ফোন পাওয়া যাচ্ছে ৩৫,৪৯৯ টাকায়। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফারও যুক্ত রয়েছে।
Pixel 6A -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়। এছাড়াও এই ফোনের ওপরে পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে ১০% ছাড়।
advertisement
Samsung Galaxy S21 FE 5G -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ৩৪,০০০ টাকায়। এরমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছাড়ও যুক্ত রয়েছে।
Poco F4 5G -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২১,৪৯৯ টাকায়। অর্থাৎ এই সেলে এই ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।
Realme GT 2 -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়। এই বছরের জানুয়ারি মাসে এই ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
advertisement
Samsung Galaxy S22+ -
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ৫৭,০০০ টাকায়। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছাড়ও যুক্ত রয়েছে।
Location :
First Published :
October 12, 2022 10:06 PM IST