Birbhum News : আপদ বিদায়! লটারির টিকিট বিক্রি বন্ধ হওয়ায় বেজায় খুশি মহিলারা! কারণ অবাক করবে!

Last Updated:

Birbhum News :  লটারির এই টিকিট বিক্রি বন্ধ হওয়ার ফলে এখন বহু টিকিটপ্রেমীরা হন্যে হয়ে ঘুরছেন টিকিটের জন্য। এদিকে মহিলাদের আনন্দ আর ধরে না! কারণ জানলে অবাক হবেন!

+
লটারির

লটারির টিকিট বিক্রি বন্ধ

#বীরভূম : লটারির টিকিট বিক্রি করার উপর বিক্রেতাদের কমিশন কমে যাওয়াই গত সোমবার থেকে বীরভূমের বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে লটারির টিকিট বিক্রি। নিজেদের দাবি দাবা নিয়ে অনড় বিক্রেতারা। লটারির এই টিকিট বিক্রি বন্ধ হওয়ার ফলে এখন বহু টিকিটপ্রেমীরা হন্যে হয়ে ঘুরছেন টিকিটের জন্য। আবার আন্দোলনে সামিল হওয়ায় টিকিট বিক্রি বন্ধ থাকায় রোজগার হারিয়েছেন বিক্রেতারা। তবে এই অবস্থায় দেখা গেল 'কারো পৌষ মাস, কারো সর্বনাশ'। বিশেষ করে টিকিট বিক্রি বন্ধ হওয়ায় পৌষ মাস হয়ে দাঁড়িয়েছে বাড়ির মহিলাদের কাছে।
কেন বাড়ির মহিলাদের কাছে লটারির টিকিট বিক্রি হওয়া পৌষ মাস হয়ে দাঁড়িয়েছে? কারণ হিসাবে এক গৃহবধূ জানিয়েছেন, লটারির টিকিট কাটা খুব বাজে নেশা। দেখা যায় ছেলেরা দিনে ২০০ টাকা রোজগার করে আসছেন আর সেই টাকার মধ্যে ১০০-১৫০ টাকার লটারির টিকিটই কিনে নিচ্ছেন। এর ফলে দেখা যাচ্ছে তারা সংসার চালানোর জন্য যে টাকা দেওয়ার প্রয়োজন সেই টাকা দিতে পারছেন না। এই পরিস্থিতিতে এই লটারির টিকিট বিক্রি বন্ধ হয়ে ভাল হয়েছে। তারা চাইছেন আরও কিছু দিন যেন টিকিট বিক্রি বন্ধ থাকে।
advertisement
advertisement
আরেকজন জানিয়েছেন, লটারির টিকিট বিক্রি বন্ধ হয়ে গেলে গরীবদের জীবন বেঁচে যাবে। কারণ অনেকেই রয়েছেন যারা লটারির টিকিটের জন্য নিজেদের রোজগারের অধিকাংশ টাকা বিলিয়ে দিচ্ছেন। সহজে কোটিপতি হওয়ার শখ থাকলেও প্রচুর টাকা জলে যাচ্ছে। উদাহরণ হিসাবে তিনি তার ছেলের প্রসঙ্গ টেনে বলেছেন, তার ছেলে বাইরে কাজ করেও প্রচুর টাকা লটারির টিকিটের পিছনে নষ্ট করেছেন। এমন অবস্থায় বাড়ি ঘর পর্যন্ত ঠিকঠাক করতে পারেনি। এছাড়াও এই লটারির পিছনে যেভাবে টাকা খরচ হয় তাতে সংসারে ঝগড়া ঝামেলা লেগে থাকে। সেই জন্য লটারির টিকিট বন্ধ হয়ে যাওয়াই ভালো।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : আপদ বিদায়! লটারির টিকিট বিক্রি বন্ধ হওয়ায় বেজায় খুশি মহিলারা! কারণ অবাক করবে!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement