North 24 Parganas News: ৬০ লক্ষের বেশি টাকা উদ্ধার রেল স্টেশনে! কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: ব্যাগে কী আছে কিছুতেই দেখাতে চায়নি যুবক। এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল ওই যুবক! রয়েছে বিরাট চমক! জানুন
#উত্তর ২৪ পরগনা: সম্প্রতি টাকা উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তার রেশ কাটতে না কাটতেই আবারও ঘটলো বিপুল টাকা উদ্ধারের ঘটনা। ভিড়ে ঠাসা স্টেশন চত্বর থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় নৈহাটিতে। জিআরপি সূত্রে জানা যায়, চেকিং চলাকালীন কল্যাণী লোকাল থেকে নৈহাটিতে নামেন এক যুবক। তার গতিবিধি দেখে সন্দেহ হয়। তল্লাশি চালানো হয়, তখনই তার কাছ থেকে প্রায় আনুমানিক ৬০ লক্ষ টাকা উদ্ধার হয় বলে জিআরপির দাবি। জানা গিয়েছে ওই যুবকের নাম অভিষেক সোনকার।
টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের বয়স বছর পঁচিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। লোকাল ট্রেনে এত টাকা নিয়ে কার কাছ থেকে কোথায় যাচ্ছিল ওই যুবক সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে জিআরপি। ধৃত যুবকের তল্লাশি চালানোর সময় ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশ আধিকারিকদের। ব্যাগে থরে থরে সাজানো টাকা।
advertisement
advertisement
তবে গ্রেফতার করা হলেও, সেই সময় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ফলে টাকার পরিমাণ সঠিকভাবে গোনা সম্ভব হয়নি বলেই জানা যায়। এদিন মেশিন নিয়ে এসে সেই বিপুল টাকা গোনা হবে ব্যাংকের আধিকারিকদের উপস্থিতিতে। তারপরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কত টাকা রয়েছে ওই ব্যাগে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই টাকা নৈহাটিতে একজনকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল অভিষেক। কে তিনি, কেন এই বিপুল অর্থ লেনদেন? নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় কৌতুহল দানা বেঁধেছে।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
October 12, 2022 8:42 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ৬০ লক্ষের বেশি টাকা উদ্ধার রেল স্টেশনে! কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? জানুন