Flipkart Big Billion Days Sale 2022: সেল সেল সেল! শুরু হচ্ছে Flipkart-এর সব থেকে বড় সেল! পুজোর আগে ধামাকা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Flipkart Big Billion Days Sale 2022: এই বছরের বিগ বিলিয়ন ডেজ সেল আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
#নয়া দিল্লি: জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) বিগ বিলিয়ন ডেজ সেল (Flipkart Big Billion Days Sale 2022) শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। ফ্লিপকার্টের এই বছরের বিগ বিলিয়ন ডেজ সেল আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগের মতোই ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা একদিন আগেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে এর সুবিধা নিতে পারবেন। ফ্লিপকার্ট তাদের বিগ বিলিয়ন ডেজ সেলে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে পার্টনারশিপ করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে প্রায় ১০ শতাংশ ছাড় পেতে পারেন।
ফ্লিপকার্ট এখনও আনুষ্ঠানিক ভাবে বিগ বিলিয়ন ডেজ সেলের বিভিন্ন অফারের কথা ঘোষণা করেনি। কিন্তু, জানা গিয়েছে যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। এছাড়াও ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে Motorola, Samsung, Realme, Poco-র মতো ফোনও পাওয়া যাবে বেশ কম দামে।
জানা গিয়েছে যে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে Poco F4 5G, Poco X4 5G, Poco M4 Pro 5G, Oppo Reno 8 5G, Motorola Edge 30, Moto G62, Moto G32, Realme 9i 5G, Realme 9 5G স্পেশ্যাল এডিশনের মতো ফোন খুবই কম দামে পাওয়া যাবে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে এই সকল ফোনের ওপরে থাকছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে গ্রাহকেরা বিভিন্ন ধরনের অফার পাবেন। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ১০ শতাংশ ছাড়ের সুবিধা নিতে পারবে গ্রাহকেরা।
advertisement
advertisement
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলকে টেক্কা দিতে আরেকটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজনও (Amazon) নিয়ে আসতে চলেছে বিশাল সেল। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে অ্যামাজন নিয়ে আসতে চলেছে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale 2022)। অ্যামাজনের এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলও শুরু হতে চলেছে ২৩ সেপ্টেম্বর থেকে। এই সেলেও বিভিন্ন জিনিস পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে।
advertisement
অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে, চলতি বছরের এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iPhone-এর সঙ্গে সঙ্গে Samsung, Redmi, Vivo ইত্যাদির মতো ব্র্যান্ডের ফোন পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। সুতরাং পুজোর আগেই গ্রাহকেরা কম দামে নিজের পছন্দের ফোন কিনতে পারবেন।
Location :
First Published :
September 14, 2022 11:51 PM IST