এই ৫ আবিষ্কার বদলে দিয়েছে পুরো পৃথিবীকে; আপনিও নিশ্চয়ই ব্যবহার করেন!

Last Updated:

world: ৫ আবিষ্কার বদলে দিয়েছে গোটা দুনিয়া। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়ে।

কলকাতা: বিভিন্ন ধরনের গ্যাজেট লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। রেফ্রিজারেটর হোক বা স্মার্টফোন- এসবেরই নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে।
টেকনোলজি আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গ্যাজেট আরও আধুনিক হয়েছে। এর ফলে আমাদের উপকারের পাশাপাশি সময়ও সাশ্রয় হচ্ছে। এমনই ৫ আবিষ্কার বদলে দিয়েছে গোটা দুনিয়া। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়ে।
আধুনিক প্রযুক্তি অনেক কিছুর পরিবর্তন করেছে। স্মার্টফোনের আবির্ভাব মানুষের যোগাযোগের উপায় পরিবর্তন করেছে। এর পাশাপাশি আরও কিছু গ্যাজেট রয়েছে, যার ব্যবহার বর্তমান যুগে খুব দ্রুত হারে বেড়ে চলেছে। এখানে আমরা এমনই ৫ বিষয়ে জানাতে যাচ্ছি। যা এক মুহূর্তে বদলে দিয়েছে গোটা দুনিয়া।
advertisement
advertisement
স্মার্টফোন –
এই ডিভাইসটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমেই বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই করা যায়। স্মার্টফোনের মাধ্যমে বাড়ি থেকে অনেক দূরে বসে থাকা ব্যক্তির সঙ্গে কল বা চ্যাটে সহজেই কথা বলা যেতে পারে। কলিং এবং মেসেজিং ছাড়াও এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব। স্মার্টফোন না থাকলে আমাদের অনেক কাজ বন্ধ হয়ে যেতে পারে বললে ভুল হবে না।
advertisement
জিপিএস –
এটি ইউজারদের পৃথিবীর কোনও কোণে হারিয়ে যেতে দেয় না। এই কারণে ইউজাররা সহজেই অজানা শহরে নিজেদের পথ খুঁজে পেতে পারেন। ইউজাররা স্মার্টফোন বা অন্য কোনও ডিভাইসেও এই পরিষেবা পেতে পারেন।
ইন্টারনেট –
বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া দৈনন্দিন কাজ কল্পনাও করা যায় না। ১৯৯০ এর দশক থেকে আজকের দিনে তথ্য সংগ্রহ করা, কাজ করা, কেনাকাটা করা এবং বিনোদনের মাধ্যমে একটি বিশাল পরিবর্তন এসেছে। এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনও জায়গায় বসে যে কোনও কিছু অনুসন্ধান বা ব্রাউজ করতে পারি।
advertisement
মাইক্রোওয়েভ ওভেন –
আগে মানুষ এই ডিভাইস ছাড়াই কাজ করত। কিন্তু এই আবিষ্কার আমাদের খাবার তৈরির পদ্ধতিও বদলে দিয়েছে। মাইক্রোওয়েভ ওভেনে খাবার দ্রুত রান্না করা যায়। এটি খাবার গরম করার জন্যও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ফ্রিজ –
advertisement
খাবার ঠিক রাখার কাজটি করে এই ফ্রিজ। সময়ের স্বল্পতার কারণে আজকাল অনেকেই এক সপ্তাহের সবজি একসঙ্গে নিয়ে আসেন। এমন পরিস্থিতিতে সারা সপ্তাহ সেই খাবার ভাল রাখার জন্য ফ্রিজ উপকারী। এই আবিষ্কার খাদ্য নষ্ট হওয়ার সমস্যাও দূর করেছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই ৫ আবিষ্কার বদলে দিয়েছে পুরো পৃথিবীকে; আপনিও নিশ্চয়ই ব্যবহার করেন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement