Facebook: মেসেঞ্জার-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ মিশে যাচ্ছে! বড় পদক্ষেপ ফেসবুকের
Last Updated:
তা হলে কি সব একটি অ্যাপ-এর মধ্যে চলে আসবে? জানা গিয়েছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইন্সস্টাগ্রাম আলাদাই থাকবে অ্যাপ হিসেবে৷ ফেসবুক একটি নতুন প্রযুক্ত আনছে, যাতে সব অ্যাপ-গুলির সাহায্যেই সকলে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে৷
#ক্যালিফোর্নিয়া: খুব শীঘ্রই অনলাইন মেসেজের দুনিয়ায় বড়সড় ঘোষণা করতে চলেছে ফেসবুক৷ খুব শীঘ্রই ইন্সস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ-- এই তিন মেসেজিং সিস্টেমকে একসঙ্গে করে দিচ্ছে বিশ্বের জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷ ফেসবুক-এর এই পরিকল্পনায় আলোড়ন পড়ে গিয়েছে টেক-বিশ্বে৷
নিউ ইয়র্ক টাইমস-এর রিপোর্ট বলছে, ফেসবুকের এই সিদ্ধান্তটির মানে হল, এই প্রথম সংস্থাটি তার সব কটি সোশ্যাল মিডিয়া প্রপার্টি সংযুক্ত করে দেবে৷ তা হলে কি সব একটি অ্যাপ-এর মধ্যে চলে আসবে? জানা গিয়েছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আলাদাই থাকবে অ্যাপ হিসেবে৷ ফেসবুক একটি নতুন প্রযুক্তি আনছে, যাতে সব অ্যাপ-গুলির সাহায্যেই সকলে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে৷
advertisement
advertisement
তবে গোটা প্রক্রিয়াটিই প্রাথমিক স্টেজে রয়েছে৷ ২০২০ সালের শেষের দিকেই হয় তো ফেসবুক এই সংযুক্তিকরণ প্রক্রিয়া চালু করে দেবে৷
ঠিক কী ঘটবে?
ফেসবুক সূত্রের খবর, ফেসবুক ব্যবহারকারীরা যে কোনও মানুষকে মেসেজ পাঠাতে পারবেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলেই হবে৷ কয়েক হাজার ফেসবুক কর্মী এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন৷ আপাতত একেবারে প্রাথমিক কাজ শুরু হয়েছে৷ অনেকটা সময় লাগবে বলেই জানাচ্ছেন কর্মীরা৷
Location :
First Published :
January 26, 2019 4:13 PM IST