Facebook: লগ আউট না করেই ব্যবহার করা যাবে মাল্টিপল অ্যাকাউন্ট, ফেসবুকের নয়া ফিচারের সুবিধা তুলবেন কীভাবে জেনে নিন

Last Updated:

ফেসবুকে যোগাযোগ রাখতে চাইলে সবাইকে এনে ফেলতে হত এক ফ্রেন্ডলিস্টের আওতায়, অফিসের বস থেকে শুরু করে অপরিচিত কৌতূহলী, সবার জন্য হাট করে খোলা থাকত ফিড।

লগ আউট না করেই ব্যবহার করা যাবে মাল্টিপল অ্যাকাউন্ট, ফেসবুকের নয়া ফিচারের সুবিধা তুলবেন কীভাবে জেনে নিন
লগ আউট না করেই ব্যবহার করা যাবে মাল্টিপল অ্যাকাউন্ট, ফেসবুকের নয়া ফিচারের সুবিধা তুলবেন কীভাবে জেনে নিন
অবশেষে যে ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবনের মধ্যে তফাত বুঝতে পেরেছে ফেসবুক, সে কথা বলতে শুরু করেছেন অনেকেই। কথাটা একেবারে মিথ্যেও নয়। ফেসবুকে যোগাযোগ রাখতে চাইলে সবাইকে এনে ফেলতে হত এক ফ্রেন্ডলিস্টের আওতায়, অফিসের বস থেকে শুরু করে অপরিচিত কৌতূহলী, সবার জন্য হাট করে খোলা থাকত ফিড।
তবে, সমস্যা থাকলেই তার সমাধানও থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অনেক ইউজারই প্রয়োজন বুঝে তৈরি করেছেন একাধিক প্রোফাইল, ভারসাম্য রক্ষা করেছেন ফ্রেন্ডলিস্টের মধ্যে।
advertisement
তবে, সেক্ষেত্রে এক প্রোফাইল থেকে অন্যটায় যেতে হলে লগ আউট করতে হত। এবার থেকে আর হবে না। লগ আউট ছাড়াই একাধিক, পোশাকি ভাষায়, মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ফেসবুকের ইউজাররা। এক অফিসিয়াল পোস্টে এ কথা জানিয়েছে সংস্থা। ব্যাখ্যা করে বলছে, ধরে নেওয়া যাক খাবারের ছবি, ভিডিও, রিল দেখার জন্য একটা অ্যাকাউন্ট রইল, অন্যটা বন্ধু আর পরিবারের জন্য কাজে আসবে।
advertisement
নতুন ফিচার আসা সব সময়েই ভাল ব্যাপার, তবে টেক স্যাভিরা বলছেন যে ব্যাপারটা কাজের হলেও আহামরি কিছু নয়, এই ফিচার তো মেটারই আরেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ছিলই, এবার ফেসবুকেও এল। এখানে অবশ্য একটা সূক্ষ্ম প্রতিযোগিতার ব্যাপারও আছে। ইনস্টাগ্রামের সঙ্গে প্রায় সমানে সমানে পাল্লা দিচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামের দিন দিন বেড়ে চলা জনপ্রিয়তার মধ্যেও ধরে রেখেছে নিজের চাহিদা, এবার ইউজারদের সুযোগ-সুবিধা না দিলে চলে!
advertisement
তা, এই মাল্টিপল ফিচারের সুবিধা কীভাবে তোলা যাবে?
– ফেসবুকে গিয়ে প্রোফাইল নেম-এ ক্লিক করতে হবে।
– ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অন ফেসবুক-এ ক্লিক করতে হবে।
– নতুন প্রোফাইলের জন্য আলাদা ইউজারনেম আর ছবি বেছে নিতে হবে।
– দ্বিতীয় এই অ্যাকাউন্টে পছন্দসই বন্ধু আর গ্রুপ অ্যাড করে নিতে হবে।
– অ্যাপের নিচে ডানদিকের প্রোফাইল আইকনে ক্লিক করে যখন খুশি অ্যাকাউন্ট স্যুইচ করা যাবে।
advertisement
মনে রাখা দরকার, এই ফিচার চলতি সপ্তাহে বিশ্বব্যাপী রোল আউট করা শুরু হয়েছে, ফলে এখনই যদি নাও আসে, মাসখানেকের মধ্যেই তা সবার হাতে পৌঁছে যাবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook: লগ আউট না করেই ব্যবহার করা যাবে মাল্টিপল অ্যাকাউন্ট, ফেসবুকের নয়া ফিচারের সুবিধা তুলবেন কীভাবে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement