ISRO: মহাকাশে ‘বিকিনি’ পাঠাবে ISRO! কী এই নতুন মিশন? জানলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ওই সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরোর বাণিজ্যিক শাখা ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’ (এনএসআইএল)। ‘বিকিনি(Bikini) নামের মহাকাশযান পাঠানো হবে।
ইউরোপের একটি মহাকাশ গবেষণা সংস্থাকে সাহায্য করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। ওই সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরোর বাণিজ্যিক শাখা ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’ (এনএসআইএল)। ‘বিকিনি(Bikini) নামের মহাকাশযান পাঠানো হবে।
এই ইউরোপিয়ান কোম্পানিটি নাম হল ‘দ্য এক্সপ্লোরেশন কোম্পানি’। মহাকাশযানের উৎক্ষেপণে ফরাসি সংস্থা ‘অ্যারিয়েনস্পেস’র বদলে ইসরোর পিএসএলভি (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল)-কে কাজে লাগাবে ইউরোপীয় সংস্থাটি। ‘টেকক্রাঞ্চ’ নামে আমেরিকার একটি অনলাইন সংবাদপত্র থেকে এমনটাই তথ্য জানা গিয়েছে। বিকিনি আসলে উপরোক্ত কোম্পানির রিইউজেবল রি-এন্ট্রি মডিউল নিক্স(NYX)-এর ছোট ভার্সান।
advertisement
advertisement
পিএসএলভি বিকিনিকে মহাকাশে ৫০০ মিটার উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তারপর পৃথিবীর দিকে আবার ফিরে আসবে। বায়ুমণ্ডল পেরিয়ে সমুদ্রে গিয়ে পড়বে। বিকিনির ওজন মাত্র ৪০ কিলোগ্রাম।
‘বিকিনি’কে চাঁদে ২০২৬ সালে পাঠানোই ইউরোপীয় সংস্থাটির লক্ষ্য বলে দাবি করেছে নানা সংবাদমাধ্যম। ওই অভিযান হবে ২০২৮ সাল নাগাদ হবে বলেই দাবি ‘দ্য নেক্স ওয়েব’ নামে ইউরোপীয় ওয়েবসাইটের।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 6:27 PM IST