Facebook | Instagram: নিজের মাতৃ ভাষায় Facebook এবং Instagram ব্যবহার করুন! জেনে নিন উপায়

Last Updated:

Facebook | Instagram: এবার আর ইংরেজি নয়! নিজের মাতৃ ভাষা অর্থাৎ বাংলা বা হিন্দি যেকোনও ভাষাতেই ব্যবহার করা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম! জানুন

#নয়া দিল্লি:  ভারতে Facebook এবং Instagram অ্যাপ খুবই জনপ্রিয়। অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের তুলনায় এই দু’টি অ্যাপ অনেক বেশি ব্যবহৃত হয় এ দেশে। এই অ্যাপগুলি কেবল শহরেই নয়, গ্রামেও তুমুল জনপ্রিয়। এই দু’টি অ্যাপ ইংরেজি ভাষা ছাড়াও অন্য অনেক ভাষাতেই ব্যবহার করা যায়। ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ভাষায় ব্যবহার করতে পারে Facebook এবং Instagram অ্যাপ।
এক নজরে দেখে নেওয়া যাক Facebook এবং Instagram-এ নিজেদের পছন্দের ভাষা বেছে নেওয়ার উপায়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুকের ভাষা পরিবর্তন করার উপায়—
advertisement
এর জন্য প্রথমেই অ্যান্ড্রয়েড ডিভাইসে Facebook অ্যাপ খুলতে হবে। এরপর উপরের বাম কোণে অবস্থিত মেনু আইকনে ক্লিক করতে হবে। এখানে স্ক্রোল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি (Settings and Privacy) অপশনে ক্লিক করতে হবে। এরপর সেটিংস অপশনে যেতে হবে। এখানে পছন্দের ভাষা এবং জায়গার অপশন দেখতে পাওয়া যাবে। সেই অপশনে গেলেই অনেকগুলো ভাষা দেখতে পাওয়া যাবে। যে ভাষাতে Facebook ব্যবহার করতে চান ইউজারার, সেটি বেছে নিতে হবে এবং সেভ (Save) করতে হবে।
advertisement
আইফোনে ফেসবুকের ভাষা পরিবর্তন করার উপায়—
আইফোনে ফেসবুকের ভাষা পরিবর্তন করতে, প্রথমে আইফোনে Facebook অ্যাপটি খুলতে হবে। এরপর নীচের কোণে অবস্থিত মেনু আইকনে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রোল করতে হবে এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি (Settings and Privacy) অপশনে ক্লিক করতে হবে। এখানে ব্যবহারকারীরা নিজের ভাষা এবং জায়গা দেখতে পাবে। সেই অপশনে গেলেই অনেকগুলো ভাষা দেখতে পাবেন ব্যবহারকারী। যে ভাষাতে ব্যবহারকারী Facebook ব্যবহার করতে চান সেটি বেছে নিতে হবে এবং সেভ করতে হবে।
advertisement
অ্যান্ড্রয়েডে Instagram-এর ভাষা পরিবর্তন করার উপায় -
প্রথমে ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইসে Instagram (Instagram) অ্যাপ খুলতে হবে। এরপর নীচে প্রদর্শিত নিজের প্রোফাইল ছবিতে যেতে হবে। এরপর উপরের দিকে অবস্থিত মেনু অপশনে যেতে হবে। এ বার সেটিং (Settings) অপশনে ক্লিক করুতে হবে। এরপর অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে, যেখানে ভাষা বিকল্পটি আসবে। এরপর ব্যবহারকারীরা যে ভাষায় Instagram ব্যবহার করতে চায় তা নির্বাচন করে নিতে হবে।
advertisement
আইফোনে Instagram-এর ভাষা পরিবর্তন করার উপায় -
এর জন্য, প্রথমে ব্যবহারকারীদের আইফোনে Instagram অ্যাপটি খুলতে হবে এবং নীচের কোণায় অবস্থিত প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর উপরে অবস্থিত মেনু বিকল্পে যেতে হবে এবং সেটিংস বিকল্পে ক্লিক করতে হবে। এরপর অ্যাকাউন্ট বিকল্পটি নির্বাচন করতে হবে, যেখানে ভাষা বিকল্পটি প্রদর্শিত হবে। এরপর ব্যবহারকারীরা যে ভাষাতে Instagram ব্যবহার করতে চান তা নির্বাচন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook | Instagram: নিজের মাতৃ ভাষায় Facebook এবং Instagram ব্যবহার করুন! জেনে নিন উপায়
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement