What Is A Pager: পেজার কী, এটি কীভাবে কাজ? হিজবুল্লাহর কেন এই পুরনো ডিভাইসের ওপর নির্ভরশীল?
- Published by:Ananya Chakraborty
- trending desk
Last Updated:
Lebanon Attack: পেজার হল ছোট টেলিকমিউনিকেশন ডিভাইস। পেজিং নেটওয়ার্ক থেকে রেডিও সিগন্যাল মারফত যোগাযোগ করা হয়।
বেইরুট: পরপর পেজার বিস্ফোরণে ঘুম উড়েছে হিজবুল্লাহর। মৃত্যু হয়েছে ১৩ জনের। জখম প্রায় ৩ হাজার। বর্তমানে স্মার্টফোনের যুগ। পেজার বিলুপ্তির পথে। তাহলে জঙ্গি সংগঠনের সদস্যরা কেন পেজার ব্যবহার করে? স্মার্টফোনের থেকে এটা কোথায় আলাদা?
পেজার হল ছোট টেলিকমিউনিকেশন ডিভাইস। পেজিং নেটওয়ার্ক থেকে রেডিও সিগন্যাল মারফত যোগাযোগ করা হয়। পেজারে ইনস্টল করা ট্রান্সমিটার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মেসেজ পাঠায়। তার রেঞ্জের মধ্যে থাকা অন্যান্য পেজার একই ফ্রিকোয়েন্সিতে সেই মেসেজ পায়।
advertisement
advertisement
পেজার কিভাবে কাজ করে?
পেজারে পাঠানো মেসেজ সিগন্যালের মধ্যে এনকোড হয়ে যায়। এনকোড করা সিগন্যাল কেন্দ্রীয় ট্রান্সমিটারের মাধ্যমে পেজিং নেটওয়ার্কের মধ্যে পাঠানো হয়। দ্বিতীয় পেজার তার অ্যান্টেনার মাধ্যমে এই সিগন্যাল গ্রহণ করে। এগুলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সেট করা থাকে।
এর পরের ধাপ হল পেজার ডিকোডিং। পেজার সিগন্যালকে ডিকোড করে। ডিকোড মানে টোন বা কোড আকারে আসা মেসেজকে সংখ্যায় রূপান্তর করা। আলফানিউমেরিক পেজারে এই কোড পাঠ্যে রূপান্তর হয়। প্রাপক মেসেজটি পড়তে পারেন। উন্নত মানের পেজারে রিসিভারও উত্তর দিতে পারেন। আশ্চর্যের বিষয় হল, পেজিং নেটওয়ার্ক যে কোনও সেলুলার নেটওয়ার্কের চেয়ে ভাল। কারণ এতে উচ্চ ফ্রিকয়েন্সিতে মেসেজ পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: ‘ফল ভুগতে হবে’…পেজারের পর ওয়াকি-টকি, পর পর বিস্ফোরণে হুঙ্কার হিজবুল্লার,হামলার নেপথ্যে কী ইজরায়েল? ভাইরাল ভিডিও
স্মার্টফোন ও পেজারের পার্থক্য:
পেজারে রেডিও সিগন্যালের মাধ্যমে মেসেজ পাঠানো হয়। স্মার্টফোন সেলুলার নেটওয়ার্কের উপর নির্ভর করে। পেজারের কাজ সীমিত। মেসেজ পাঠাতে বা কাউকে সতর্ক করতেই ব্যবহৃত হয়। এতে কল বা মাল্টিটাস্কিংয়ের সুবিধা নেই। অধিকাংশ পেজারে রিপ্লাই দেওয়ার অপশনও থাকে না। স্মার্টফোনে কল, মেসেজ, ইন্টারনেট সার্ফিং, ভিডিও স্ট্রিমিং সহ একাধিক কাজ করা যায়। পেজারের স্টোরেজ স্মার্টফোনের তুলনায় কম।
advertisement
হিজবুল্লাহ কেন পেজার ব্যবহার করে:
মনে করা হয়, পেজার নিরাপদ। উচ্চ ফ্রিকোয়েন্সিতে মেসেজ পাঠানোর কারণে তা অন্য কারও হাতে পড়ার সম্ভাবনা কম। দাম কম। ব্যবহার করাও সহজ। সিম কার্ডের প্রয়োজন নেই। বাড়তি খরচ নেই। তাছাড়া স্মার্টফোন সহজে হ্যাক করা যায়। কিন্তু পেজার হ্যাক করা কঠিন। তাই হিজবুল্লাহর মতো জঙ্গি সংগঠন নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পেজার ব্যবহার করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 11:32 AM IST