Lebanon Pager Blast: পেজার বিস্ফোরণে ছারখার লেবানন, মৃত ১১, আহত বহু! ইজরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর

Last Updated:

ager Bomb Explosion in Lebanon: নিহতদের মধ্যে এক হিজবুল্লাহর সাংসদের ছেলে এবং ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী সদস্যের ১০ বছরের কন্যাও রয়েছেন।

লেবাননে ভয়াবহ বিস্ফোরণ।
লেবাননে ভয়াবহ বিস্ফোরণ।
বেইরুট: পরপর পেজার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হল লেবাননে। আহত কয়েক হাজার। নিহতদের মধ্যে এক হিজবুল্লাহর সাংসদের ছেলে এবং ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী সদস্যের ১০ বছরের কন্যাও রয়েছেন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিয়াস আবিয়াদ বলেছেন, পেজার বিস্ফোরণে ২,৮০০ জন জখম হয়েছেন। এঁদের মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় গুরুতর জখম তেহরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানিও।
advertisement
বিস্ফোরণের ঘটনায় ইজরায়েলের দিকে আঙুল তুলেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী একটি বিবৃতিতে বলেছে, “পেজার বিস্ফোরণের পিছনে ইজরায়েলের হাত রয়েছে। এর ফল ওদের ভুগতে হবে।” বিস্ফোরণে হিজবুল্লাহর দুই সদস্য এবং এক তরুণীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা। হিজবুল্লার সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পেজার ব্যবহার করে, খুব ছোট যন্ত্র, এতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি। ঘটনায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ আহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও গোষ্ঠীর ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই খবর ভুয়ো।
advertisement
হিজবুল্লাহ আরও বলছে, “একযোগে” বিস্ফোরণ ঘটানো হয়। কীভাবে এমন বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে সশস্ত্র গোষ্ঠী। বিবৃতিতে তারা বলেছে, ‘লেবাননকে রক্ষা করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’ শুধু লেবানন নয়, সিরিয়ার একাংশেও পরপর পেজার বিস্ফোরণ হয়। ঘটনায় ১৪ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর মিলেছে।
advertisement
লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটিতে পেজার বিস্ফোরণ হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে হিজবুল্লাহর এক কর্মকর্তা। ইজরায়েলের সঙ্গে প্রায় এক বছর ধরে চলা সংঘাতের মধ্যে এটাই সবচেয়ে বড় ‘নিরাপত্তাগত ত্রুটি’ বলে মেনে নিয়েছেন তিনি। পেজার বিস্ফোরণ নিয়ে ইজরায়েল এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। এর আগে হামাস জঙ্গিদের নিশ্চিহ্ন করতে বুবি ট্র্যাপড সেলফোন ব্যবহার করেছিল ইজরায়েলি সেনা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Lebanon Pager Blast: পেজার বিস্ফোরণে ছারখার লেবানন, মৃত ১১, আহত বহু! ইজরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement