ফোনে যে অ্যাপ একদম রাখতে নেই! ডিলিট না করলে বারোটা বাজবে স্মার্টফোনের

Last Updated:

Android malware- ২০১৯ সালে প্রথম নেক্রো ট্রোজান ম্যালওয়্যারের সন্ধান পাওয়া যায়। সেটাই নতুন রূপে আরও বিপজ্জনক হয়ে ফিরে এসেছে। আশঙ্কার বিষয় হল, গুগল প্লে স্টোরের অনেক অফিসিয়াল অ্যাপেও এই ম্যালওয়্যারের হদিশ মিলেছে।

কলকাতা: ১১ মিলিয়নেরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে নেক্রো ট্রোজান ম্যালওয়্যার। শুধু স্মার্টফোন নয়, ট্যাবেও। আনঅফিসিয়াল অ্যাপ এবং গেম মোডের মাধ্যমে এই ম্যালওয়্যার ছড়াচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে এই খবর জানিয়েছে ক্যাসপারস্কি।
২০১৯ সালে প্রথম নেক্রো ট্রোজান ম্যালওয়্যারের সন্ধান পাওয়া যায়। সেটাই নতুন রূপে আরও বিপজ্জনক হয়ে ফিরে এসেছে। আশঙ্কার বিষয় হল, গুগল প্লে স্টোরের অনেক অফিসিয়াল অ্যাপেও এই ম্যালওয়্যারের হদিশ মিলেছে।
ক্যাসপারস্কি বলছে, এই অ্যাপগুলো একবার ইনস্টল করলেই স্মার্টফোন অ্যাডওয়্যার টুলে পরিণত হয়। ইউজারের অজান্তেই অনেক কিছু ডাউনলোড হতে থাকে। শুরু হয় সাবস্ক্রিপশন জালিয়াতি। এমনকী ভুয়ো ট্র্যাফিক পাঠানোর জন্য ফোনকে প্রক্সি সার্ভারে পরিণত করে এই ম্যালওয়্যার।
advertisement
advertisement
রিপোর্টে দুটি অ্যাপের কথা বলা হয়েছে। দাবি করা হয়েছে, এই দুটি অ্যাপ সবচেয়ে বিপজ্জনক। সেগুলি হল – Wuta ক্যামেরা এবং ম্যাক্স ব্রাউজার। জনপ্রিয় ক্যামেরা অ্যাপগুলির মধ্যে Wuta ক্যামেরা অন্যতম। এখনও পর্যন্ত ১০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে।
আরও পড়ুন- অর্ধেকের কম দামে পুজোতে বাড়িতে নিয়ে আসুন নতুন টিভি, ফ্রিজ, মিলছে বিপুল ছাড়
তবে পুরনো ভার্সন সরিয়ে নয়া ভার্সন নিয়ে এসেছে সংস্থা। ইউজাররা এখন অ্যাপ আপডেট করতে বা নতুন অ্যাপ ডাউনলোড করতে পারেন। অন্য দিকে, এক মিলিয়নেরও বেশি ডাউনলোড করা ম্যাক্স ব্রাউজারও সরিয়ে দেওয়া হয়েছে।
advertisement
এই দুটি অ্যাপ ছাড়াও স্পটিফাই প্লাস, হোয়াটসঅ্যাপ, মাইনক্রাফট প্রভৃতি অ্যাপের মডিফায়েড ভার্সনও সংক্রামিত হয়েছিল বলে জানিয়েছে ক্যাসপারস্কি। ইউজারদের আকৃষ্ট করতে এই মোড ব্যবহার করে হ্যাকাররা। নতুন নতুন ফিচারের লোভ দেখায়।
আরও পড়ুন- ১৬ হাজার টাকার মধ্যেই iPhone 15! কীভাবে-কোথায় বিস্তারিত জানুন
অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার থেকে বাঁচতে চাইলে শুধুমাত্র গুগল প্লে স্টোরের মতো অফিসিয়াল সোর্স থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করতে হবে। সঙ্গে ডিভাইসে চালু রাখতে হবে গুগল প্লে প্রোটেক্ট।
advertisement
টেক বিশেষজ্ঞরা বলেন, যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে, সেটা অফিসিয়াল সোর্স থেকে হলেও রেটিং এবং রিভিউ পরীক্ষা করে দেখা উচিত। অ্যাপ কী রকম কাজ করে জানার জন্য অনলাইনে ভিডিও রিভিউ দেখতে হবে। সব দিক থেকে নিশ্চিত হলে তবেই অ্যাপ ইনস্টল করুন, নাহলে নয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনে যে অ্যাপ একদম রাখতে নেই! ডিলিট না করলে বারোটা বাজবে স্মার্টফোনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement