iPhone 15 Offers: ব্যাপক সস্তা আইফোন! ১৬ হাজার টাকার মধ্যেই iPhone 15, কীভাবে-কোথায় বিস্তারিত জানুন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
iPhone 15 Offers: ১৬ হাজার টাকার মধ্যেই iPhone 15, এ কথা শুনলে কেউ তা মানতে চাইবেন না। তবে অ্যামাজনের সাম্প্রতিক সেলে এই ডিলটাই কিন্তু তুরুপের তাস।
advertisement
অ্যামাজন বর্তমানে iPhone 15 ১৫ (১২৮ জিবি, কালো) অফার করছে মাত্র ১৫,৬৫০ টাকা ছাড় দিচ্ছে। যাঁরা এই মডেলের কিনতে চান তাঁদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ তো বটেই। তবে হ্যাঁ, একেবারে এমন অসামান্য মূল্যে iPhone 15 কিনতে এবং অ্যাপলের অত্যাধুনিক প্রযুক্তির উন্নত ফিচারগুলি উপভোগ করতে হলে অবশ্যই কেনাকাটা করার আগে অফারের শর্তাবলী সাবধানে পর্যালোচনা করতে হবে।
advertisement
advertisement
এর পর গ্রাহকরা তাঁদের পুরনো মোবাইল ফোন এক্সচেঞ্জ করে ৪৮,৭৫০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন, এই ভাবেই আইফোনের মূল্য প্রায় ২১,১৫০ টাকা পর্যন্ত কমে যাবে। এর সঙ্গে যদি এবার এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই মারফত কেনাকাটা করা হয়, ৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। এই তিন ছাড় একসঙ্গে যোগ হলেই ১৫,৬৫০ টাকায় iPhone 15 হাতের মুঠোয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









