Emergency Alert Message: হঠাৎ মোবাইলে আসছে এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ! বড় কোনও সমস্যা? জানুন এখনই

Last Updated:

Emergency Alert Message: অনেকে আবার ভেবে বসেন মোবাইল হ্যাক হয়েছে কিনা। কিন্তু আদৌ বিষয়টি এমন নয়


হঠাৎ মোবাইলে আসছে এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ। (ছবি সৌজন্যে-pixabay)
হঠাৎ মোবাইলে আসছে এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ। (ছবি সৌজন্যে-pixabay)
নিউ দিল্লি: বিগত কয়েকদিন অনেকের কাছেই এমার্জেন্সি অ্যালার্ট সংক্রান্ত একটি জরুরি মেসেজ আসছে। এমন মেসেজ পাওয়ার পরে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। কারণ, সাধারণত এমন মেসেজ কেউ দেখেননি। অনেকে আবার ভেবে বসেন মোবাইল হ্যাক হয়েছে কিনা। কিন্তু আদৌ বিষয়টি এমন নয়। এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে একটি ট্যুইট করা হয়েছে। সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশের নাগরিকদের নিরাপত্তায় প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারীর মাধ্যমে সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষাগুলি দেশের বিভিন্ন এলাকায় সময়ে সময়ে পরিচালিত হবে।
advertisement
সেল সম্প্রচারগুলি সাধারণত জরুরী সতর্কতা প্রদান করতে ব্যবহৃত হয়। জরুরি পরিস্থিতি সুনামি, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জননিরাপত্তা বার্তায়, স্থানান্তর বিজ্ঞপ্তি, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে এই মেসেজ ব্যবহার করা হয়। সেই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত জরুরি বার্তাও দিয়ে দেওয়া হয়।
advertisement
সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এড়াতে মেসেজেও মধ্যে লেখা রয়েছে যে, মেসেজটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এমন মেসেজ পাওয়ার পর থেকে অনেকেই স্বাভাবিক ভাবে চমকে উঠেছেন। অনেকে আবার এই অ্যালার্ট মেসেজ একাধিকবার পেয়েছেন। ইংরাজি ভাষার পাশাপাশি বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষাতেও এই মেসেজ পাঠানো হয়েছে।
advertisement
জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জুলাই মাসের ২০ তারিখ জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একসঙ্গে একটি কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসাবে দেশের নাগরিকদের বিভিন্ন পরিস্থিতিতে সতর্কবার্তা পাঠানোর জন্য পরীক্ষা করা হচ্ছে। সেই জন্যই সকলে এমন মেসেজ পাচ্ছেন। ফলে এতে ঘাবড়ে যাওয়া কিংবা মোবাইল হ্যাকের মতো কোনও বিষয় নেই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Emergency Alert Message: হঠাৎ মোবাইলে আসছে এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ! বড় কোনও সমস্যা? জানুন এখনই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement