Tesla-প্রেমীদের জন্য ডেটিং অ্যাপ আনছেন এলন মাস্ক, গাড়ির মালিকরা ডেট করতে পারবেন পরস্পরকে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই অ্যাপে এক Tesla-প্রেমী, আরেক Tesla-প্রেমীকে খুঁজে পাবে
#ক্যালিফোর্নিয়া: পছন্দের মানুষ খুঁজতে বেশিরভাগ সময়ই আমরা পছন্দের জিনিস বা দু'জনের মধ্যে কমন ফ্যাক্টরের খোঁজ করে থাকি। যা মিলে গেলে অনেক সময়ই তাকে সঙ্গী বলে বিবেচনা করি। এই কমন ফ্যাক্টর অনেক সময়ে নাচ, গান, খাবার ভালোলাগা বা ঘুরতে যাওয়ার প্রতি নেশা ইত্যাদি হয়ে থাকে। কিন্তু যদি কারও গাড়ির নেশা থাকে এবং তেমনই সঙ্গী চান তিনি, তাহলে?
এমন গাড়িপ্রেমী মানুষদের জন্য আস্ত ডেটিং অ্যাপই তৈরি করে ফেলেছে Tesla। এলন মাস্কের (Elon Musk) এই সংস্থা Tesla-প্রেমী সকলের জন্য এই সুবিধা নিয়ে এসেছে। জানা যাচ্ছে, এই অ্যাপে এক Tesla-প্রেমী, আরেক Tesla-প্রেমীকে খুঁজে পাবে।
এলন মাস্কের এই বিষয়টিকে অনেকে সাদরে আমন্ত্রণ জানালেও, অনেকেই বিষয়টিকে ভালো চোখে দেখেননি। ভ্যালেন্টাইন্স ডে'র দিন এক নেটিজেন নিজের Twitter হ্যান্ডেলে Tesla-র এই ওয়েবসাইটের ছবি শেয়ার করে লিখেছেন, পুঁজিবাদ আদতে ডেটিংয়ে যাওয়ার বা দেখা করার বিষয়টিকেই নষ্ট করেছে এবং করছে।
advertisement
advertisement
https://twitter.com/besf0rt/status/1361006009670582272
একজন আবার লিখেছেন, এই বিষয়টি ডেটিংয়ের বিষয়টিকেই পালটে দিচ্ছে। কিন্তু নাম দেওয়া হচ্ছে ডেটিং অ্যাপ।
তবে, জেনে রাখা ভালো এই অ্যাপটি কিন্তু ভ্যালেন্টাইনস ডে'তে আত্মপ্রকাশ করেছে এমন নয়। গত বছর অগস্ট মাস থেকেই এই অ্যাপ বাজারে রয়েছে। কিন্তু এলন মাস্কের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ভ্যালেন্টাইনস ডে'র প্রেক্ষাপটে। পরে যা শিরোনামে উঠে আসে। যদিও এই অ্যাপটি এখনও ব্যবহারযোগ্য নয় এবং সরকারি ভাবে লঞ্চ হয়নি।
advertisement
এই অ্যাপটি আদতে কানাডার অজিতপাল গ্রেওয়াল (Ajitpal Grewal)-এর মস্তিস্ক প্রসূত। যার ওয়েবসাইটে বলা রয়েছে, একই ধরনের, একই ভাবনার মানুষের কমিউনিটি। যাঁরা সত্যিই আপনাকে বুঝবে। এই ওয়েবসাইটে ব্যবহারকারীকে একটি ই-মেলও দিতে বলা হয়। এবং এর সঙ্গেই Tesla-র যে তারা সদস্য, তাদের যে Tesla-র গাড়ি রয়েছে, তাও প্রমাণ করাতে বলা হয়েছে।
এই বিষয়ে গ্রেওয়াল The Verge-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি দেখতে চাই এই বিষয়টি নিয়ে মানুষ আদৌ কৌতূহলী কি না। মানুষ আদৌ চায় কি না এমন অ্যাপ হোক। যদি চায়, তা হলে এমন অ্যাপ আসতেই পারে।
advertisement
তবে, এটি সত্যিই সত্যি না মিথ্যে, তা নিয়ে অবশ্য দ্বন্দ্ব রয়েছে যথেষ্ট। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক কথা চলছে।
Location :
First Published :
February 17, 2021 6:58 PM IST