Durga Puja 2023-Kolkata Police: পুজোয় যেকোনও বিপদে সাহায্য করবে কলকাতা পুলিশের 'সাঁঝবাতি'! মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইন!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Durga Puja 2023-Kolkata Police: নিশ্চিন্তে এবার ঠাকুর দেখুন। এই বিশেষ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব সময় আপনার সঙ্গে থাকবে পুলিশ! জানুন
কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই দুর্গোৎসবে মেতে উঠবে বাঙালি। বঙ্গের সবথেকে বড় উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের মধ্যে থাকা পুজো কমিটিগুলিকে ডেকে একটি সমন্বয় বৈঠকও করে ফেলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই বৈঠকেই সাধারণ মানুষের সুবিধার জন্য একটি অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অ্যাপটির নাম রাখা হয়েছে ‘সাঁঝবাতি অ্যাপ’। এই কর্মসূচি গ্রহণের বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগরের নগরপাল গৌরব শর্মা, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন-সহ আরও অনেকেই।
বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে যে, শহরের নাগরিকরা যাতে উৎসবের আনন্দ নিরাপদে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তার জন্য একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমস্ত বয়সের মানুষদের নিরাপত্তার পাশাপাশি মাথায় রাখা হয়েছে মহিলাদের সুরক্ষার বিষয়টাও। আর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এক বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এই হেল্পলাইনের নম্বরটি হল ৭৪৪৯৯০০১১১। আর এই নম্বর ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ফলে কোনও প্রয়োজনে যে কোনও সময় কল করা যাবে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, দর্শনার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যেই বিধাননগরে উদ্বোধন করা হয়েছে বিধাননগরের দুর্গাপুজোর গাইড ম্যাপও। এছাড়া বয়স্ক নাগরিকদের কথাও মাথায় রাখছে পুলিশ-প্রশাসন। তাঁদের জন্য সাঁঝবাতি প্রকল্প চালু করেছে বিধাননগর পুলিশ। শুধু তা-ই নয়, চালু হয়েছে সাঁঝবাতি অ্যাপও।
advertisement
কিন্তু এই অ্যাপের কাজ কী? পুলিশ জানিয়েছে যে, এই অ্যাপের মাধ্যমে নিকটবর্তী ওষুধের দোকান, হাসপাতাল, মুদিখানার দোকান, থানা ইত্যাদির সুবিধা পেতে পারবেন বয়স্ক নাগরিকরা। ধরা যাক, কেউ কোনও অসুবিধায় পড়েছেন। তিনি পুলিশের সাহায্য নিতে চাইছেন। সেক্ষেত্রে তিনি এই অ্যাপ ব্যবহার করেই তা পেতে পারেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 7:56 PM IST

