Puja Fashion 2023: এবার পুজোর ট্রেন্ডিং শাড়ি বেগমপুরী! এখনও কেনা হয়নি? এখুনি অর্ডার করুন

Last Updated:

Puja Fashion 2023: অষ্টমীর অঞ্জলি কিংবা দশমীর দেবীবরণ বেগমপুরী শাড়ি না হলে কিন্তু পিছিয়ে পড়বেন আপনি! এখুনি অর্ডার করুন!

+
বেগমপুরী

বেগমপুরী শাড়ি

আলিপুরদুয়ার: অষ্টমীর অঞ্জলি কিংবা দশমীর দেবীবরণ বেগমপুরী শাড়ির  উপর দেবী দুর্গার ছবি,এবারের পুজো ফ‍্যাশনের বিশেষ আকর্ষণ। বেগমপুরী শাড়ির উপর মা দুর্গার মুখ। আবার কখনও দেখা যাচ্ছে দেবী দুর্গার কোলে কার্তিক অথবা গণেশকে। বেগমপুরী শাড়িতে এই ছবি আঁকার আইডিয়া মধুরিমা চক্রবর্তীর।বেগমপুরী শাড়ি গত তিনবছর ধরে ট্রেন্ডিং পুজোতে।নরম এই শাড়িটি পড়তে পছন্দ করেন সববয়সীর মহিলারা।
এই শাড়িতেই আঁকার মাধ‍্যমে নিজেদের ভাবনা ফুটিয়ে তুলেছেন মধুরিমা চক্রবর্তী। হঠাৎ কেন এমন ভাবনা?এই প্রসঙ্গে মধুরিমা চক্রবর্তী জানান, “দেবীবরণ,অষ্টমীর অঞ্জলিতে সকলেই চান একটু অন‍্যরকম সাজ।আর যেহেতু দিনের বেলা তাই নরম,হালকা শাড়ি পছন্দ সকলের। তাই বেগমপুরী শাড়ি বেছে নিয়েছি। তার ওপর পেন্সিল দিয়ে ড্রয়িং করে তার ওপর অ‍্যাক্রেলিক রঙ করা।শুকোতে সময় লেগেছে তিন ঘণ্টা।”
advertisement
আরও পড়ুন:  এখুনি ফোন কিনবেন না! এক মাস অপেক্ষা করুন! বাজারে আসছে দারুণ সস্তার ৫টি ফোন!
advertisement
শাড়ির আঁচলের দিকে রয়েছে দেবী দুর্গার ছবি। শাড়ির সব স্থানে দেখা যাবে ছোট ছোট ফুল,পাতার কাজ।এই শাড়ি মিলবে আলিপুরদুয়ারের সূর্যনগরের মধুরিমা চক্রবর্তীর বুটিকে।তিনি এই শাড়ির দাম রেখেছেন সাধ‍্যের মধ‍্যে।ডিজাইন অনুযায়ী হাজার থেকে ১২০০ টাকার মধ‍্যে মিলবে শাড়ি।ক্রেতারা নিজেদের পছন্দ মত ছবি দিতে চাইলে সেটিও তৈরি করে দেবেন মধুরিমা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Fashion 2023: এবার পুজোর ট্রেন্ডিং শাড়ি বেগমপুরী! এখনও কেনা হয়নি? এখুনি অর্ডার করুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement