কল্পবিজ্ঞানের পাতা থেকে বাস্তবে! দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়ি!

Last Updated:

Flying Car: বিজ্ঞানের নবাগত এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরশাহীতে৷ প্রসঙ্গত খুব দ্রুত সংস্থার তৈরি ইলেকট্রিক এয়ারক্র্যাফ্ট আসছে আন্তর্জাতিক বাজারে৷

জনসমক্ষে রীতিমতো উড়েও দেখাল সেই উড়ুক্ক যান
জনসমক্ষে রীতিমতো উড়েও দেখাল সেই উড়ুক্ক যান
এত দিন তার কথা আলোচনা হয়েছে কল্পবিজ্ঞানে৷ এ বার গল্পের বইয়ের পাতা, সিনেমার পর্দা ছেড়ে বাস্তবেই হাজির উড়ন্ত গাড়ি৷ শুধু হাজির হওয়াই নয়৷ জনসমক্ষে রীতিমতো উড়েও দেখাল সেই উড়ুক্ক যান৷ হেলিকপ্টারের মতো দেখতে সেই আকাশগাড়ি তৈরি করেছে চিনা বৈদ্যুতিন গাড়ি নির্মাতা জেপেং আইএনসি৷ প্রথম বার তাদের তৈরি সেই উড়ুক্ক গাড়ি প্রকাশ্যে উড়ল৷ বিজ্ঞানের নবাগত এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরশাহীতে৷ প্রসঙ্গত খুব দ্রুত সংস্থার তৈরি ইলেকট্রিক এয়ারক্র্যাফ্ট আসছে আন্তর্জাতিক বাজারে৷
চিনা সংস্থা তাদের উড়ুক্ক যানের নাম রেখেছে ‘এক্স টু’৷ দুই আসনের এই বৈদ্যুতিন গাড়ি উল্লম্বভাবে মাটি থেকে উপরে ওঠে৷ অবতরণের সময়ও উল্লম্বভাবেই নামে৷ চারটে কোনায় রয়েছে দু’টি করে মোট আটটি প্রপেলার৷ সোমবার দুবাইয়ে এর পরীক্ষামূলক উড়ান নিয়ে উচ্ছ্বসিত সংস্থার কর্তারা৷ তাঁদের আশা, পরবর্তী প্রজন্মের কাছে এই উটড়ন্ত গাড়ি খুবই জনপ্রিয় হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন
আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত যানের উপস্থিতির ক্ষেত্রে সংস্থা খুব একটা তাড়াহুড়ো করতে চায় না৷ জানানো হয়েছে ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে চান তাঁরা৷ দুবাইয়ে পরীক্ষামূলক উড়ানের পর তাঁরা আশাবাদী৷ কিন্তু টেস্ট ফ্লাইটের জন্য দুবাইকেই বেছে নেওয়া হল কেন? সংস্থার মতে, দুবাই বিশ্বের অন্যতম সৃজনশীল শহর৷ তাই নতুন কোনও উদ্যোগকে আবাহন জানাতে বেছে নেওয়া হল এই শহরকেই৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কল্পবিজ্ঞানের পাতা থেকে বাস্তবে! দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়ি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement