Happy Dhanteras 2020: বাড়িতে বসেই প্রিয়জনদের পাঠান ধনতেরাসের শুভেচ্ছা

Last Updated:

আজ ধনতেরাস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি

#কলকাতা: প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। এ বছরেও সে নিয়ম পালিত হবে। ধনতেরাসের জন্য সকলেই আগে ভাগে প্রস্তুতি নিতে শুরু করে দেন। ধনতেরাস দিওয়ালির একদিন আগে আসে। এই দিন ধন দেবীর আরাধনা করা হয়। এই ক্ষণকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপার গয়না, পাত্র, বাসন, কয়েন কেনাকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপা বা পিতল কিনলে সারা বছর ঘরে লক্ষ্মী বাস করেন। এমনটাই মানা হয়।
এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। ওই দিন কালী পুজো। ধনতেরাসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। এ বছর সন্ধ্যে ৫ টা ২৮ থেকে ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। এই সময়েই ধনদেবীর পুজো করতে হবে। এই ৩০ মিনিটেই সারতে হবে পুজো।
এছাড়াও ২০১৬ সাল থেকে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে। ধন্বন্তরী একজন আয়ুর্বেদ চিকিৎসক, তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তিনি ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরসও বলা হয়। এর সঙ্গে ধন বা অর্থের কোনও সম্পর্ক নেই।
advertisement
advertisement
আজ ধনতেরাস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি...
স্বাস্থ্য ও সম্পদে পূর্ণ হক জীবন। জীবন ভরে উঠুক আনন্দে । ধনতেরাস শুভেচ্ছা
ধন কুবের ও মা লক্ষীর আশীর্বাদে সমৃদ্ধি লাভ হোক। ধনতেরাস শুভেচ্ছা
শুভ ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা
সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী বসুক সবার ঘরে! শুভ ধনতেরাস
অক্ষয় হোক সদাই সুখ, শুভ আশীষ পড়ুক ঝরে! শুভ ধনতেরাস
advertisement
ধনলক্ষ্মীর কৃপায় ঘুঁচে যাক দুঃখ, আসুক সুখ! শুভ ধনতেরাস
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Happy Dhanteras 2020: বাড়িতে বসেই প্রিয়জনদের পাঠান ধনতেরাসের শুভেচ্ছা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement