মাত্র ৪০ টাকা খরচ! মুখ আপনার, শরীর অন্যের! অশ্লীল ভিডিওর রমরমা কারবার

Last Updated:

Deepfake porn videos: কয়েক মিনিটে আপনার মুখ বসিয়ে এই ভিডিও তৈরি হতে পারে। খরচ মাত্র ৪০ টাকা।

কলকাতা: মাত্র ৪০ টাকায় হচ্ছে এমন জঘন্য কাজ। মুখ আপনার, শরীর অন্যের। কখনও আবার উল্টোটাও হতে পারে। আপনার শরীর, অথচ মুখ অন্যের। কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে এমন কাজ করাটা অনেকের কাছে খুব সহজ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি আলিয়া ভাট, রশ্মিকা মান্দানার মুখ ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরির অভিযোগ উঠেছে। বলিউডের প্রথম সারির একাধিক নায়িকার মুখ ব্যবহার করে এমন অশ্লীল ভিডিও তৈরি হয়েছে। এমনকী সচিন তেন্ডুলকরের মেয়ে সারার ক্ষেত্রেও একই কাণ্ড ঘটেছে।
আরও পড়ুন- নতুন ফোন কিনতে চান? চলতি ডিসেম্বরেই বাজারে আসছে এইসব দুর্দান্ত স্মার্টফোন
ভাই অর্জুন তেন্ডুলকরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন সারা। সেই ছবিতে অর্জুনের মুখ সরিয়ে কেউ বা কারা শুভমান গিলের মুখ বসিয়ে দেয়। তা নিয়ে বিস্তর হইচই হয়। পরে জানা যায়, সেই ছবি ভুয়ো।
advertisement
advertisement
তথ্য বলছে, ইন্টারনেটে এখন এক লাখেরও বেশি ডিপফেক পর্ন ভিডিও ঘুরছে। বহু অসাধু ব্যক্তি ও সংস্থা এই ভিডিও ও ছবি তৈরির কাজে লেগেছে। আর এআই ব্যবহার করে এই ভিডিও তৈরি করতে সময় লাগছে কয়েক মিনিট। খরচ হচ্ছে গড়ে মাত্র ৪০ টাকা।
তা হলে বুঝতেই পারছেন, এই সোস্যাল মিডিয়ার যুগে কেউই নিরাপদ নয়।বরং যে কোনও সময় এই ধরণের স্ক্যামারদের শিকার হতে পারেন আপনিও। সম্প্রতি উত্তরপ্রদেশের এক ব্যক্তি এই ধরণের স্ক্যাম-এর শিকার হন। তাঁর উপর এমন মানসিক অত্যাচার করা হয় যে তিনি আত্মহত্যা করেন।
advertisement
আরও পড়ুন- বন্ধ হচ্ছে Facebook অ্যাকাউন্ট, আপনি ব্যবহার করতে পারছেন তো?
এখন অনেকেই অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল পাচ্ছেন। সেই কল রিসিভ করলেই মহাবিপদ হতে পারে। সঙ্গে সঙ্গে ব্ল্যাকমেলিং শুরু হতে পারে। হাতিয়ে নেওয়া হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আপনার সমস্ত টাকা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ৪০ টাকা খরচ! মুখ আপনার, শরীর অন্যের! অশ্লীল ভিডিওর রমরমা কারবার
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement