Cyber Fraud: ফোনে বার বার মিসড কল আসে? সাবধান, ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাবে টাকা! ভয়াবহ

Last Updated:

Cyber Fraud : এখুনি সাবধান হন! দিল্লির ঘটনা জানলে ভয় পেয়ে যাবেন! টাকা উধাও হওয়ার আগে জেনে নিন কী করবেন! এখন আর ওটিপিও লাগছে না! মিসড কলেই চুরি যাচ্ছে টাকা!

#নয়া দিল্লি:  প্রযুক্তির অগ্রগতির যুগে বেশিরভাগ কাজই এক ক্লিকে হয়ে গেলেও, একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিপদের সংখ্যা। কখনও ওটিপি শেয়ার করার কারণে, আবার কখনও পাসওয়ার্ডের কারণে সাইবার জালিয়াতির ঘটনা সামনে আসে। কিন্তু দিল্লিতে সাইবার ক্রাইমের এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। আসলে, দিল্লিতে একটি নিরাপত্তা এজেন্সি চালানো একজন ব্যক্তি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। চমকপ্রদ বিষয় হল, শুধুমাত্র একটি মিসড কল দিয়ে হ্যাকাররা সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা চুরি করেছে। শুনতে অবাক লাগলেও দিল্লির সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে সারা দেশে। এমনও যে ঘটতে পারে, তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। একটি মিসড কল দিয়েই ওই ব্যক্তির ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব করা হয়েছে ৫০ লাখ টাকা।
দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, ১৩ নভেম্বর একটি অপরিচিত নম্বর থেকে একটি কল আসে, যা তোলার পর আর কোনও শব্দ আসেনি এবং কিছুই শোনা যায়নি। এরপরও তিনি সেই নম্বর থেকে মিসড কল পেতে থাকেন। দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি ৩-৪ বার ফোন তুলেছিলেন, কিন্তু কেউ উত্তর দেয়নি এবং প্রায় ১ ঘন্টা ধরে সেই মিসড কলের প্রক্রিয়া চলতে থাকে। এর কিছুক্ষণ পরেই তিনি মেসেজ পেয়ে জানতে পারেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা তোলা হয়েছে। দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি কারও সঙ্গে কোনও ধরনের ওটিপি শেয়ার করেননি। অন্য দিকে, এই অদ্ভুত ঘটনায় ডিসিপি সাইবার সেলের তরফে জানানো হয়েছে যে, ওই ব্যক্তির ফোনে ওটিপি এসেছিল, কিন্তু ফোন হ্যাক হওয়ার কারণে, ওই ব্যক্তি তা না জানতে পারলেও হ্যাকারের কাছে সেটি পৌঁছে যায়। এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা তুলে নেওয়া হয়।
advertisement
হ্যাকাররা ফোন নিয়ন্ত্রণ করে -
advertisement
একজন আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন যে, এইভাবে প্রতারকরা জনতার মোবাইল ফোন ক্যারিয়ারের সঙ্গেও যোগাযোগ করে এবং তাদের সিম কার্ড সক্রিয় করতে বলা হয়। একবার এটি ঘটলে, হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নেয় এবং এমন ঘটনা ঘটায়। বর্তমানে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তা তদন্ত করছে। এই বিষয় সামনে আসার পরে, ইতিমধ্যেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Cyber Fraud: ফোনে বার বার মিসড কল আসে? সাবধান, ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাবে টাকা! ভয়াবহ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement