Coronavirus Tips: করোনা আতঙ্কে সচেতনতা বাড়াতে গুগলের বিশেষ ডুডল - 'স্টে হোম, সেভ লাইভস'
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
লকডাউনে ঘর বন্দি হয়ে কী করবেন, টিপস দিচ্ছে গুগল-ডুডলে
#নয়াদিল্লিঃ মৃত্যুমিছিল অব্যাহত। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল। বিশ্বে করোনা আক্রান্ত ১০ লক্ষ ১৪ হাজার জন। করোনার বিরুদ্ধে যুদ্ধ। এই বিপদ ঠেকানোর একমাত্র উপায় লক ডাউন, বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব। এবার সেই বার্তা দিচ্ছে গুগলও। শুক্রবার করোনভাইরাস বা কোভিড-১৯–এর সব তথ্য নিয়ে বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল। তাদের হোমপেজে গেলে এ ডুডল দেখা যাচ্ছে।
গুগল আজকের ডুডলের মধ্যে দিয়ে কোভিড-১৯–এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ নির্দেশগুলো মানতে বলাচ্ছে—বাড়িতে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, নিয়মিত হাত ধুয়ে ফেলুন, হাঁচি-কাশির শিষ্টাচার মানুন, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিন।
আজকের ডুডলের ট্যাগলাইন দিয়েছে ‘স্টে হোম, সেভ লাইভস’। অর্থাৎ, বাড়িতে থাকুন, জীবন বাঁচান। করোনা ভাইরাসের উপসর্গ থেকে শুরু করে এর প্রতিরোধ ছাড়াও এটি কীভাবে সারা বিশ্বে প্রভাব ফেলছে, তা ডুডলে তুলে ধরা হয়েছে। এ ডুডলে ক্লিক করলেই করোনা ভাইরাস–সংক্রান্ত সব তথ্য হাজির করছে গুগল। বিস্তারিত সব তথ্য গ্রাফিক্স ও ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছে গুগল।
advertisement
advertisement
দেশেও কড়াল থাবা বসিয়েছে করোনা, ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৫৩। আক্রান্তের সংখ্যা২০৬৯ । এখনও পর্যন্ত দেশে ১৫৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত ২০০০-এর বেশি মানুষ করোনার সম্মুখীন হয়েছেন।
Location :
First Published :
April 03, 2020 2:12 PM IST