Christmas2023: এবার প্রিয়জনের জন্য বেছে রাখুন এইসব স্মার্ট উপহার! ক্রিসমাসের সেরা গিফট!

Last Updated:

Christmas 2023: প্রিয়জনকে দিন এই বিশেষ উপহার! বড় দিনের আনন্দ বেড়ে যাবে কয়েক গুন! জানুন

christmas2023: বাতাসে বাজছে জিঙ্গল বেল। হাতে আর বেশি সময় নেই। ২৪ ডিসেম্বর মধ্যরাতেই সান্টা রেখে যাবে মনপসন্দ উপহার। ক্রিসমাসের সকালে মোড়ক খুললেই ছড়িয়ে পড়বে সোনালি খুশির রোদ্দুর। কী উপহার দেওয়া যায়! সময়টা বড় বেশি স্মার্ট হয়ে গিয়েছে, তাই উপহারেও থাক স্মার্টনেস। আর শুধু কি ক্রিসমাস, নতুন বছরেও তো প্রিয়জনের জন্য রাখতে হবে কোনও না কোনও চমক। দেখে নেওয়া যাক কী কী দেওয়া যায় উপহার—
স্মার্ট ওয়াচ—
স্থান-কাল পেরিয়ে ঘড়ি সব সময়ই সেরা উপহার। আধুনিক সময়ে এসে সেই ঘড়িও এখন স্মার্ট। তাই অতিসক্রিয় জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে প্রিয়জনকে দেওয়া যেতেই পারে একটি স্মার্টওয়াচ উপহার। এতে যেমন ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটারিং–এর সুবিধা পাওয়া যাবে। তেমনই সংযুক্ত মোবাইল থেকে আসবে নোটিফিকেশনও। Apple, Samsung, বা Fitbit-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি থেকে নিজের বাজেট অনুযায়ী একটি স্মার্টওয়াচ কিনে নেওয়া যেতেই পারে।
advertisement
স্মার্ট স্পিকার—
এই ক্রিসমাসে বা নতুন বছরে কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে স্মার্ট স্পিকারও হতে পারে চমৎকার বিকল্প। বিশেষত যাঁরা গান শুনতে ভালবাসেন। শুধু তাই নয়, স্মার্টস্পিকার প্রশ্নের উত্তর দেয়, রিমাইন্ডার সেট করে। এছাড়াও নানা ধরনের স্মার্ট হোম-ডিভাইসগুলিকে দারুন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যাকে বলা যায় ‘যান্ত্রিক-খিদমৎগার’। Amazon Echo বা Google Nest হতে পারে সেরা বিকল্প। এদের দারুন সাউন্ড কোয়ালিটি, অনবদ্য ফিচার।
advertisement
advertisement
ইলেকট্রিক এসেনশিয়াল অয়েল ডিফিউজার—
জীবন যত স্মার্ট হচ্ছে মানসিক শান্তি, স্থিতি ততই বিপর্যস্ত হচ্ছে। তাই আলাদা করে শান্তি খোঁজার প্রয়োজন হচ্ছে মানুষের। আর এই কাজে খুব ভালভাবে সাহায্য করতে পারে এসেনশিয়ল অয়েল ডিফিউজার। বৈদ্যুতীন ডিফিউজারগুলি ব্যবহার করা সহজ, এতে মন ভাল থাকে। তাই প্রিয়জনকে তাঁদের পরিবেশের সঙ্গে মানানসই ইলেকট্রিক এসেনশিয়ল অয়েল ডিফিউজার সেট দেওয়া যেতে পারে উপহার হিসেবে।
advertisement
পারসোনালাইজড ক্রিসমাস এলইডি পিলো—
বালিশের মতো আরামদায়ক আর কী হতে পারে! কিন্তু বালিশ কি কাউকে উপহার দেওয়া যায়?
আধুনিক উপহারের তালিকায় কিন্তু নাম তুলে ফেলেছে এই বালিশ। আসলে এ তো, যেমন তেমন বালিশ নয়। প্রিয়জনের নাম, বিশেষ কোনও বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে সেই বালিশে। সব থেকে বড় বিষয় সেই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুন রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘর জুড়ে।
advertisement
প্লে-স্টেশন ৫—
ভার্চুয়াল গেম খেলতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য সেরা উপহার হতে পারে লেটেস্ট প্লেস্টেশন ৫। এর অত্যাশ্চর্য গ্রাফিক্স, বিশাল লাইব্রেরি, ব্যতিক্রমী গেমিং অভিজ্ঞতা মুগ্ধ করবে। তবে হ্যাঁ, এটি বেশ মূল্যবান উপহার হতে পারে।
কিন্ডল—
আবার যাঁরা পড়তে ভালবাসেন, তাঁদের জন্য সেরা উপহার হতে পারে অ্যামাজনের কিন্ডল। সারা বিশ্বের বহু লেখককে একসঙ্গে পাওয়া যেতে পারে ই-বুকের সম্ভারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Christmas2023: এবার প্রিয়জনের জন্য বেছে রাখুন এইসব স্মার্ট উপহার! ক্রিসমাসের সেরা গিফট!
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement