Tiktok থেকে Shareit, Cam Scaner নিষিদ্ধ ৫৯ চিনা অ্যাপ, এগুলোর ঘাটতি মেটাতে পারে যেসব অ্যাপ

Last Updated:

এবার সীমান্তে উত্তেজনার মধ্যেই চিনের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের।

লাদাখ সংঘর্ষের পর থেকেই সীমান্তে বাড়ছে উত্তেজনা ৷ চিনা পণ্য বয়কটের আওয়াজ তো আগেই উঠেছে ৷ এবার সীমান্ত উত্তেজনার মধ্যেই চিনের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের। টিকটক, Shareit, Cam Scaner,ইউসি ব্রাউজারের মতো ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ করল মোদি সরকার। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে।
তালিকায় রয়েছে টেকস্যাভি, স্মার্ট ফোন প্রজন্মের একের পর এক প্রিয় অ্যাপ ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে এক লহমায় প্রিয় অ্যাপগুলো নিষিদ্ধের তালিকায় স্থান পেতেই  নেট পাড়ায় হাহুতাশ ৷ যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তকে সকলেই সমর্থন জানিয়েছে ৷ ব্যান হয়ে যাওয়া প্রয়োজনীয় চিনা অ্যাপগুলির অভাব মেটাতে পারে, এমন কিছু অ্যাপের খোঁজ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা ৷
advertisement
UC Browser, CM Browser, APUS Browser, DU Browser এর বদলে ব্যবহার করা যেতে পারে গুগল ক্রোম ৷ যা প্রত্যেক অ্যানড্রয়েড ফোনে আগে থেকেই ইনস্টল থাকে ৷
advertisement
ক্যাম স্ক্যানার- কোনও হার্ড কপি ডকুমেন্টের ডিজিট্যাল ভার্সন চোখের নিমেষে তৈরি হয়ে যায় এই চিনা অ্যাপের মাধ্যমে ৷ চিনা অ্যাপ ক্যাম স্ক্যানার এখন নিষিদ্ধের তালিকায়, তাই ডকুমেন্ট স্ক্যান করে ফোন বা ল্যাপটপে সেভ করতে এখন মাইক্রোসফট অফিস লেন্স অথবা এ্যাডোব স্ক্যান-এর ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷
advertisement
TikTok, Likee, Viva Video, Vigo Video, Kwai, Bigo Live
সোশাল মিডিয়ায় টিকটক ভিডিও-র ছড়াছড়ি। টিকটক স্টারের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু সোমবার থেকে টিকটক ও টিকটকের মতো বিনোদনমূলক চিনা অ্যাপসগুলি ব্যান ৷ কিন্তু তবে কী এবার সোশ্যাল মি়ডিয়ায় ঝড় তোলা বন্ধ হয়ে যাবে তথাকথিত সোশ্যাল মি়ডিয়া স্টারের? বিশেষজ্ঞরা বলছেন একদমই নয় ৷ ব্যান চিনা বিনোদন মূলক অ্যাপসগুলির জায়গা নিতে পারে Roposo, Chingari and Bolo Indya
advertisement
Xender, ShareIt
চোখের নিমেষে ফাইল থেকে সিনেমা, ভিডিও ট্রান্সফার যে অ্যাপসগুলি ছাড়া সম্ভব মনে হত না এদিন তারাও এবার ব্যান-এর খাতায় ৷ তবে এগুলি ফাইল ট্রান্সফারের সবথেকে জনপ্রিয় অ্যাপ হলেও এর কাজই সারতে পারে গুগলের নিজস্ব অ্যাপ ওন ফাইলস ৷ এছাড়া জিও সুইচ এবং শেয়ার অল-এর মাধ্যমেও অতি সহজে ফোন থেকে ফোনে করা যাবে ফাইল ট্রান্সফার ৷
advertisement
Shein, ClubFactory
অনলাইন কেনাকেটা যদি নেশা হয় তাহলে এই দুই অ্যাপ ব্যবহার করেননি একবারও এমন মানুষ পাওয়া মুশকিল ৷ লেটেস্ট ফ্যাশনের পসরা আমাদের মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনে তো সাজিয়ে বসত এরাই ৷ কিন্তু এই অ্যাপসগুলি ব্যান হওয়ায় এবার রেগুলার শপিং করেন যারা, তাদের প্রয়োজন মেটাবে Myntra, Koovs, Jabong, Ajio-এর মতো অ্যাপসগুলি ৷
advertisement
UC News, Newsdog, QQ Newsfeed
এই অ্যাপসগুলোর ঘাটতি মেটাতে রয়েছে গুগল নিউজের মতো অসাধারণ অ্যাপস ৷
সীমান্ত-সংঘর্ষের আনেক আগে থেকেই গোয়েন্দারের রাডারে ঘুরপাক খাচ্ছে চিনা অ্যাপগুলি। গোয়েন্দা সূত্রে খবর, ব্যবহারকারীর অজান্তেই মোবাইল বা কম্পিউটার থেকে তাঁর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় চিনা অ্যাপগুলি। সেই তথ্য সরাসরি পৌঁছে যায় বিদেশি সার্ভারে। প্রযুক্তির ভাষায় যাকে ‘ডেটা মাইনিং’ বলে। তাই সার্বভৌমত্ব ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে ৫৯ চিনা অ্যাপকে নিষিদ্ধ করল মোদি সরকার।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tiktok থেকে Shareit, Cam Scaner নিষিদ্ধ ৫৯ চিনা অ্যাপ, এগুলোর ঘাটতি মেটাতে পারে যেসব অ্যাপ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement