Fastest Internet: এক সেকেন্ডে ডাউনলোড হবে ১৫০টা HD সিনেমা! আবিষ্কার হয়ে গেল দুনিয়ার Fastest Internet

Last Updated:

বর্তমানে বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে ইন্টারনেট প্রচলিত রয়েছে, তার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট ডেটা ট্রান্সফার হয়৷ এমনকি, আমেরিকাও এই সবে ফিফথ জেনারেশন ইন্টারনেট ২ এ ট্রান্সিজিশন সম্পূর্ণ করল৷ এক্ষেত্রে, এক সেকেন্ড ৪০০ গিগাবাইট পর্যন্ত ডেটা ট্রান্সফারের সুবিধা রয়েছে৷

চিন: ইন্টারনেট থেকে একটা সিনেমা ডাউনলোড করতেই মাথা খারাপ হয়ে যায়? অবশ্য এখন 4জি পেরিয়ে 5জি চলে এসেছে। তা-ও কখনও একসঙ্গে ১০টা সিনেমা ডাউনলোড করার দুঃসাহস করেছেন কি? কিন্তু, চিন এখন যা আবিষ্কার করে ফেলল, তাতে ১০টা কেন, একসঙ্গে দেড়শোটা সিনেমা ডাউনলোড হয়ে যাবে মাত্র এক সেকেন্ডে। প্রতি সেকেন্ডে ট্রান্সফার হবে ১.২ টেরাবাইট ডেটা।
সম্প্রতি বেজিং, ইউহান এবং গুয়ানঝাউ শহরের প্রায় ৩০০০ কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে এই বিস্তৃত অপটিক্যাল নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রতি সেকেন্ডে ট্রান্সফার হয় ১.২ টেরাবাইট (১,২০০ গিগাবাইট) ডেটা৷ সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়, হুয়াই টেকনোলজি এবং সার্নেট কর্পোরেশনের যৌথ উদ্যোগে চলছে এই প্রকল্প৷
আরও পড়ুন: বদমেজাজি নানা পাটেকর! ফ্যানকে সপাটে চড়, কেন? ভাইরাল ভিডিওর আসল সত্যিটা কী জানুন
ঠিক কতটা দ্রুতগামী এই ইন্টারনেট? সাধারণ মানুষের বোঝার মতো করে এর ব্যাখ্যা দেন হুয়াই টেকনোলজি ভাইস-প্রেসিডেন্ট ওয়াং লেই৷ তাঁর দাবি, ‘‘এই ইন্টারনেটের মাধ্যমে মাত্র এক সেকেন্ডে ১৫০টি হাই-ডেফিনিশন ফিল্মের সমতুল্য ডেটা ট্রান্সফার করা যেতে পারে। যা এতদিন কেউ স্বপ্নেও ভাবতে পারত না৷’’
advertisement
advertisement
বর্তমানে বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে ইন্টারনেট প্রচলিত রয়েছে, তার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট ডেটা ট্রান্সফার হয়৷ এমনকি, আমেরিকাও এই সবে ফিফথ জেনারেশন ইন্টারনেট ২ এ ট্রান্সিজিশন সম্পূর্ণ করল৷ এক্ষেত্রে, এক সেকেন্ড ৪০০ গিগাবাইট পর্যন্ত ডেটা ট্রান্সফারের সুবিধা রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Fastest Internet: এক সেকেন্ডে ডাউনলোড হবে ১৫০টা HD সিনেমা! আবিষ্কার হয়ে গেল দুনিয়ার Fastest Internet
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement