Chandrayaan 3: চাঁদের থেকে আর মাত্র ২৫ কিমি দূরে চন্দ্রযান-৩, গভীর রাতে সফল দ্বিতীয় ডিবুস্টিং

Last Updated:

Chandrayaan 3: শনিবার গভীর রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হয়েছে চন্দ্রযান ৩-এর৷ চাঁদ থেকে আর মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছেন চন্দ্রযান ৩৷


চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয় ১৪ জুলাই। তারপর থেকে এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। সমস্ত পদক্ষেপই সফল। চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩। এরপর প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলের বিচ্ছেদেও গড়বড় হয়নি।
চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয় ১৪ জুলাই। তারপর থেকে এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। সমস্ত পদক্ষেপই সফল। চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩। এরপর প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলের বিচ্ছেদেও গড়বড় হয়নি।
চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩৷ ইতিমধ্যেই সফল ভাবেই এগিয়ে চলেছে৷ শনিবার গভীর রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হয়েছে চন্দ্রযান-৩-এর৷ চাঁদ থেকে আর মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছেন চন্দ্রযান-৩৷ ডিবুস্টিংয়ের পরে বিক্রম ল্যান্ডার চাঁদের উপরে কক্ষপথে চলে এসেছে৷ শুক্রবার প্রথম ডিবুস্টিং অপারেশন করেছিল ইসরো৷ শনিবার গভীর রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হয়েছে৷
গত ১৭ অগাস্ট প্রপালশন মডিউস থেকে চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডার আলাদ হয়ে নিজেই চাঁদের দিকে এগিয়ে চলেছে৷ চাঁদ থেকে উচ্চতা কমানোর পাশাপাশি গতি কমিয়ে নিচ্ছে বিক্রম ল্যান্ডার৷ এবার শুরু হবে সবচেয়ে কঠিন পর্যায় ইসরো-র৷ বিক্রমের গতি আরও কমিয়ে ল্যান্ডিংয়ের জন্য সঠিক জায়গাও খোঁজা হচ্ছে৷ তার আবার চার লক্ষ কিলোমিটার দূরে৷
advertisement
advertisement
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয়েছিল চন্দ্রযান-৩৷ ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল৷ আর মাত্র কয়েক ধাপ বাকি চাঁদের মাটিতে পা রাখার৷ আগামী ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান ৩৷ চাঁদে পৌঁছানোর আগেই চাঁদের ছবি তুলেছে চন্দ্রযান-৩৷ যা রীতিমতো সাড়া ফেলেছে৷ আপাতত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা, কখন চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩, সেই অপেক্ষাতেই অধীর আগ্রহে রয়েছে গোটা দেশবাসী৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan 3: চাঁদের থেকে আর মাত্র ২৫ কিমি দূরে চন্দ্রযান-৩, গভীর রাতে সফল দ্বিতীয় ডিবুস্টিং
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement