Chandrayaan 3: আরও কাছে চাঁদ; আজই বিচ্ছিন্ন হয়ে যাবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার!

Last Updated:

Chandrayaan 3: ISRO জানিয়েছে, চাঁদের কক্ষপথে ১৫৩ × ১৬৩ কিলোমিটার ব্যাসের মধ্যে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে চন্দ্রযান ৩। এবার পালা ল্যান্ডার মডিউলটি বিচ্ছিন্ন করার। প্রস্তুতি পর্ব সারা হয়ে যাবে হয়তো বৃহস্পতিবারই।

আরও কাছে চাঁদ
আরও কাছে চাঁদ
চাঁদের কক্ষপথে আরও একধাপ এগিয়ে গিয়েছে চন্দ্রযান ৩। বুধবারই নিজের লক্ষ্যে এগোতে শুরু করেছে। ISRO জানিয়েছে, চাঁদের কক্ষপথে ১৫৩ × ১৬৩ কিলোমিটার ব্যাসের মধ্যে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে চন্দ্রযান ৩। এবার পালা ল্যান্ডার মডিউলটি বিচ্ছিন্ন করার। প্রস্তুতি পর্ব সারা হয়ে যাবে হয়তো বৃহস্পতিবারই।
প্রপালশন মডিউল এবং ল্যান্ডার-সহ চাঁদের কক্ষপথে এতদিন ঘুরছিল চন্দ্রযান ৩। ওই ল্যান্ডারের মধ্যেই রয়েছে রোভার। চন্দ্র প্রদক্ষিণের শেষ ধাপ পেরিয়ে গিয়েছে বুধবার। সব কিছু ঠিক থাকলে এবার প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডারটি। তারপর ল্যান্ডার একাই পাড়ি দেবে বাকি পথটুকু। নামবে চাঁদের পিঠে। আশা করা হচ্ছে ২৩ অগাস্ট নাগাদ চাঁদের মাটি ছুঁতে পারে চন্দ্রযান ৩। কী ভাবে হবে এই যাত্রা?
advertisement
advertisement
জানা গিয়েছে, ল্যান্ডারে রয়েছে তিনটি সায়েন্টিফিক পেলোড-সহ বেশ কিছু যন্ত্র। যা এই সময়ই পরীক্ষা করে সক্রিয় করে ফেলবে সে। দুই ধাপে কক্ষপথের বৃত্ত কমিয়ে আনতে চেষ্টা করবে। প্রথমে বৃত্তাকার ১০০×১০০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে এবং তারপরে চাঁদের আরও কাছাকাছি চলে যাবে সে, তখন ১০০×৩০ কিমি কক্ষপথে থাকবে। এই ১০০×৩০ কিমি কক্ষপথ থেকেই ল্যান্ডারটি চূড়ান্ত অবতরণ শুরু করবে। মনে করা হচ্ছে ২৩ অগাস্টের আশেপাশেই ঘটবে এই ঘটনা।
advertisement
এর আগে চন্দ্রযান ২-ও চাঁদের মাটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু অবতরণের এই চূড়ান্ত পর্যায়ে, চাঁদের পিঠ ছুঁয়ে ফেলার কয়েক সেকেন্ড আগে, চন্দ্রযান ২-এ গোলমাল দেখা দেয়, ফলে সব চেষ্টা ব্যর্থ করে ক্র্যাশ ল্যান্ডিং করে সে।
সম্প্রতি ISRO এক বিবৃতিতে জানিয়েছে, প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল বিচ্ছিন্ন হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। গত ১৪ জুলাই চালু উড়ান শুরু করেছিল চন্দ্রযান ৩। গত ৫ অগাস্ট চন্দ্রের কক্ষপথে প্রবেশ করেছে সে।
advertisement
চন্দ্রযান ২–এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, ISRO এবার ল্যান্ডারে বেশ কিছু পরিবর্তন করেছে। ISRO চেয়ারম্যান, এস সোমানাথ বলেছেন, ‘মহাকাশ সংস্থা এটি ডিজাইন করার সময় ব্যর্থতার ভিত্তিতে এগোনোর চেষ্টা করেছিল।’
তিনি বলেন, ‘আমরা আগে দেখেছি কী কী ভুল হতে পারে। তারপর কীভাবে তা প্রতিরোধ করা যেতে পারে তা নিশ্চিত করা হয়েছে।’
advertisement
চন্দ্রযান ২-এ, প্রপালশন মডিউল অরবিটার হিসেবে কাজ করেছিল। সেটিই ল্যান্ডার এবং রোভারকে চন্দ্র কক্ষপথে নিয়ে গিয়েছিল। চন্দ্রযান ৩-এ কোনও অরবিটারের প্রয়োজন নেই।
তবে এখনও খানিকটা কাজ বাকি। ল্যান্ডার মডিউলটিকে এখনও চন্দ্র কক্ষপথে পরিবহণ করতে হবে। প্রপালশন মডিউলের কাজও আর সামান্যই বাকি। ল্যান্ডারটি আলাদা হয়ে গেলেই তার কাজ প্রাথমিক ভাবে শেষ। তবে তা আগামী কয়েক মাসের জন্য ডেটা সংগ্রহ করতে থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan 3: আরও কাছে চাঁদ; আজই বিচ্ছিন্ন হয়ে যাবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement